অরুণাচলের পর উত্তরাখণ্ড, বিদ্রোহী-কংগ্রেস বিধায়কদের নিয়ে সরকার ফেলতে তত্‍পর বিজেপি

অরুণাচলের পর এবার উত্তরাখণ্ড। বিদ্রোহী -কংগ্রেস বিধায়কদের সঙ্গী করে সরকার ফেলে দিতে ফের তত্‍পর বিজেপি। গতকাল  রাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি করে বিজেপি। এরপর  বিশেষ বিমানে নয় বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে নিয়ে দিল্লি পৌছন বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের পাল্টা দাবি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তিনি প্রস্তুত। তাঁর দাবি চার - পাঁচ জন বিদ্রোহী বিধায়ক তাঁর সঙ্গে ফের যোগাযোগ করছেন। সত্তর আসনের উত্তরাখণ্ড বিধানসভায় ছত্রিশজন বিধায়কের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে রাওয়াতের কংগ্রেস সরকার। বিজেপির রয়েছে আঠাশ জন বিধায়ক।  প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনার অনুগামী নয় বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ককে সঙ্গে পেলে সহজেই সংখ্যা গরিষ্ঠতা পাবে বিজেপি।

Updated By: Mar 19, 2016, 07:41 PM IST
অরুণাচলের পর উত্তরাখণ্ড, বিদ্রোহী-কংগ্রেস বিধায়কদের নিয়ে সরকার ফেলতে তত্‍পর বিজেপি

ওয়েব ডেস্ক: অরুণাচলের পর এবার উত্তরাখণ্ড। বিদ্রোহী -কংগ্রেস বিধায়কদের সঙ্গী করে সরকার ফেলে দিতে ফের তত্‍পর বিজেপি। গতকাল  রাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি করে বিজেপি। এরপর  বিশেষ বিমানে নয় বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে নিয়ে দিল্লি পৌছন বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের পাল্টা দাবি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তিনি প্রস্তুত। তাঁর দাবি চার - পাঁচ জন বিদ্রোহী বিধায়ক তাঁর সঙ্গে ফের যোগাযোগ করছেন। সত্তর আসনের উত্তরাখণ্ড বিধানসভায় ছত্রিশজন বিধায়কের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে রাওয়াতের কংগ্রেস সরকার। বিজেপির রয়েছে আঠাশ জন বিধায়ক।  প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনার অনুগামী নয় বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ককে সঙ্গে পেলে সহজেই সংখ্যা গরিষ্ঠতা পাবে বিজেপি।

.