Uttarakhand: মাঝ পথে বন্ধ রোপওয়ে, ৪৫ মিনিট ঝুলে রইলেন বিজেপি বিধায়ক-সহ ৬০পর্যটক

তেহরি গাড়ওয়ালের এসএসপি নভনীত ভুল্লার জানান, সঙ্গে সঙ্গে প্রশাসন সজাগ হয় এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

Updated By: Jul 10, 2022, 09:16 PM IST
 Uttarakhand: মাঝ পথে বন্ধ রোপওয়ে, ৪৫ মিনিট ঝুলে রইলেন বিজেপি বিধায়ক-সহ ৬০পর্যটক

নিজস্ব প্রতিবেদন: উত্তরাখণ্ডে রোপওয়ে বিপত্তি! মাঝ পথে বন্ধ হয়ে গেল রোপওয়ে। ৪৫ মিনিট ঝুলে রইলেন বিধায়ক-সহ ৬০ জন পর্যটক। পরে প্রশাসনের তৎপরতায় তাঁরা রক্ষা পেলেন।

জানা গিয়েছে, উত্তরাখণ্ডের তেহরি জেলায় সুরন্দা দেবী মন্দিরে গিয়েছিলেন পর্যটকরা। সেখানেই এই রোপওয়ে বিপর্যয়ের মুখে পড়েন ৬০ জন পর্যটক। ওই রোপওয়েতে ছিলেন উত্তরাখণ্ডের বিধায়ক কিশোর উপাধ্যায়। তিনি জানান, মাঝ পথেই হঠাৎ রোপওয়ে বন্ধ হয়ে যায়। সকলে অস্থির হয়ে উঠেছিল। তেহরি গাড়ওয়ালের এসএসপি নভনীত ভুল্লার জানান, সঙ্গে সঙ্গে প্রশাসন সজাগ হয় এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত মে মাসে এমনই একটা ঘটনার সাক্ষী ছিল মধ্যপ্রদেশে। সেখানে প্রায় এক ঘণ্টার জন্য মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল রোপওয়ে। জুন মাস হিমাচলের সোলান জেলায় রোপওয়ে বিপর্যয়ে টানা ৬ ঘণ্টা আটকে ছিলেন ১১ জন পর্যটক।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.