Joe Biden: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

জল্পনা চলছিলই। বিবৃতি দিয়ে এবার প্রেসিডেন্টের ভারত সফরের কথা জানালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের।

Updated By: Aug 22, 2023, 10:57 PM IST
Joe Biden: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: জল্পনায় ইতি। ৩ দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কবে? ৭ সেপ্টেম্বর। বিবৃতি দিয়ে জানালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের।

আরও পড়ুন: UP School: সরকারি স্কুলের হস্টেল থেকে উধাও ৮৯ জন ছাত্রী! তারপর...

আবার দুই দেশ পাশাপাশি, আবার দুই রাষ্ট্রনেতা কাছাকাছি। এবার জি-২০ বৈঠকের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ সামিট। সেই সম্মেলনে যোগ দিতে যে এদেশে আসতে চলেছে, সেই ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছে।

মার্কিন আধিকারিক ডোনাল্ড লু জানিয়েছিলেন, 'প্রেসিডেন্ট বাইডেন ভারত সফর নিয়ে অত্য়ন্ত উৎসাহী'। তাঁর মতে, '২০২৩ সাল ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া যুগের সূচনা করতে চলেছে। তারই প্রথম প্রকাশ সেপ্টেম্বরে জি২০ লিডার্স সামিটে হতে চলেছে'। ভারতে আয়োজিত এই জি-২০ সামিট অংশ নিচ্ছেন ১১০টি দেশের ১২৩০০ প্রতিনিধি। কোনও দেশের নেতৃত্বাধীনে জি-২০ সম্মেলনে এটাই সর্বোচ্চ যোগদানের সংখ্যা।

এর আগে, সেক্রেটারি অফ স্টেট টোনি ব্লিঙ্কেন, ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইল্লেন এবং কমার্স সেক্রেটারি জিনা রাইমোন্ডোর মতো মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ভারতে এসেছেন। এবার আসছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট! ফলে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভিন্ন মাত্রা পাব বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: Mumbai Woman Death: গলার দোপাট্টা জড়িয়ে গেল বাইকের পেছনের চাকায়, মুহূর্তে ঘটে গেল মার্মান্তিক ঘটনা...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.