অসাধারণ প্রধানমন্ত্রী পেয়েছেন আপনারা, উনি দরকারে টাফ হতে পারেন: ট্রাম্প
ভারতের আতিথেয়তায় অভিভূত ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব প্রতিবেদন: আরও একবার নরেন্দ্র মোদীর প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের গলায়। দিল্লিতে মার্কিন দূতাবাসে এদিন ভারতীয় শিল্পপতিদের সঙ্গে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,''আপনারা একজন দারুণ প্রধানমন্ত্রী পেয়েছেন। নিজের কাজ খুব ভালো বোঝেন। অসাধারণ কাজ করেছেন উনি।''
ভারতের আতিথেয়তায় অভিভূত ডোনাল্ড ট্রাম্প। এমন রাজকীয় অভ্যর্থনার কথা কখনও ভাবেননি। এদিন শিল্পপতিদের মার্কিন প্রেসিডেন্ট তাঁর দেশে বিনিয়োগের আহ্বান জানান। ট্রাম্পের কথায়, ''ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আগে এমন বন্ধুত্ব ছিল না।'' এদিন দিল্লিতে মার্কিন দূতাবাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ছিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেকটর মুকেশ অম্বানি।
বৈঠকে মোদীর প্রশংসায় ট্রাম্প বলেন,''ভারতে এসে আমি সম্মানিত। আপনারা অসাধারণ প্রধানমন্ত্রী পেয়েছেন। নিজের কাজ খুব ভালো বোঝেন। অনেকে বলেন উনি একগুঁয়ে। কিন্তু উনি ভালো মানুষ। তবে দরকার পড়লে বলিষ্ঠ হতেও পারেন। কী বলতে চাইছি বুঝতে পারছেন নিশ্চয়ই। উনি খুব ভালো কাজ করেছেন। আমরা একসঙ্গে কাজ করছি। আপনাদের জন্য কিছু করার থাকলে জানাবেন।''
#WATCH "It has been an honour to be here. You have a very special Prime Minister, he really knows what he is doing. He is a tough man. He has done a fantastic job. We work very closely together,"US President Donald J Trump interacting with business leaders in Delhi pic.twitter.com/woncbUEiG7
— ANI (@ANI) February 25, 2020
করোনাভাইরাসের মোকাবিলায় বেজিংয়ের ভূমিকায় সন্তোষপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, ''আমার সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা হয়েছে। আশা করি, শীঘ্রই প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।''
আরও পড়ুন- দিল্লি হিংসায় উস্কানি! দলের বিধায়ক কপিল মিশ্রের বিরুদ্ধেই সরব গৌতম গম্ভীর