এবার থেকে ৬ বার পরীক্ষার সুযোগ পাবেন ইউপিএসসি পরীক্ষার্থীরা

ইউপিএসি পরীক্ষার্থীদের জন্য সুযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। পরীক্ষার্থীরা এবার থেকে ৪ বারের বদলে সর্বোচ্চ ৬ বার পরীক্ষায় বসতে পারবেন। বয়সের উর্দ্ধসীমাও ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে। তবে ৩০ বছর বয়সের মধ্যে যদি কোনও পরীক্ষার্থী ৬ বার পরীক্ষা দিয়ে ফেলেন তবে তিনি আর সুযোগ পাবেন না।

Updated By: Feb 11, 2014, 12:43 PM IST

ইউপিএসি পরীক্ষার্থীদের জন্য সুযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। পরীক্ষার্থীরা এবার থেকে ৪ বারের বদলে সর্বোচ্চ ৬ বার পরীক্ষায় বসতে পারবেন। বয়সের উর্দ্ধসীমাও ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে। তবে ৩০ বছর বয়সের মধ্যে যদি কোনও পরীক্ষার্থী ৬ বার পরীক্ষা দিয়ে ফেলেন তবে তিনি আর সুযোগ পাবেন না।

তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় বসার কোনও সর্বোচ্চ সীমা নেই। কিছু দিনের মধ্যেই ইউপিএসি পরীক্ষার নতুন নিয়মের বিজ্ঞপ্তি দেবে কেন্দ্র। কয়েক দিন আগেই কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন ইউপিএসসি পরীক্ষার্থীদের প্রতিনিধিরা। তাঁর পরেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিল।

.