তেলেঙ্গানা বিলে রাষ্ট্রপতির সম্মতি, তবে মঙ্গলবার পেশ হচ্ছে না রাজ্যসভায়
তেলেঙ্গানা বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি। শুক্রবার, বিলে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপরই, বিলটিকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তবে মঙ্গলবার সংসদে পেশ হচ্ছে না ওই বিল। লোকসভা না রাজ্যসভা, কোথায় পেশ করা হবে বিল এনিয়ে দোলাচলে কেন্দ্র।
তেলেঙ্গানা বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি। শুক্রবার, বিলে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপরই, বিলটিকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তবে মঙ্গলবার সংসদে পেশ হচ্ছে না ওই বিল। লোকসভা না রাজ্যসভা, কোথায় পেশ করা হবে বিল এনিয়ে দোলাচলে কেন্দ্র।
এদিকে বিল পাশে বিজেপির সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার, লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ, অরুণ জেটলিকে নৈশভোজে ডেকেছেন তিনি। সীমান্ধ্র ও রায়লসীমার সাংসদদের বিক্ষোভের জেরে সোমবারও মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। অন্ধ্রভাগের বিরোধিতায় দলীয় নেতারাও মাঠে নেমে পড়ায় চিন্তায় কংগ্রেস। শরিক নেতা ফারুক আবদুল্লাও তেলেঙ্গানা রাজ্য গঠনের বিপক্ষে সওয়াল করেছেন। রাজ্যভাগের বিরোধিতায় যন্তর-মন্তরে বিক্ষোভের পর এ বার ইস্তফা দিতে পারেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি।