২২ তারিখ ইউপিএর ফল ঘোষণা

নির্বাচনের আগে দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ রিপোর্ট কার্ড পেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়াকে ফলাও করে তুলে ধরবে কংগ্রেস। লোকসভা নির্বাচনের যখন আর এক বছরও বাকি নেই, তখন কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সরকারের পক্ষে এফডিআই ইস্যুকে বড় করে তুলে ধরাই বাঞ্ছনীয়। এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Updated By: May 19, 2013, 04:43 PM IST

নির্বাচনের আগে দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ রিপোর্ট কার্ড পেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়াকে ফলাও করে তুলে ধরবে কংগ্রেস। লোকসভা নির্বাচনের যখন আর এক বছরও বাকি নেই, তখন কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সরকারের পক্ষে এফডিআই ইস্যুকে বড় করে তুলে ধরাই বাঞ্ছনীয়। এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
২২ তারিখ নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ইউপিএর নেতৃত্বের সামনে এ বছরে ইউপিএ সরকারের লেখাজোঁকা পেশ করবেন মনমোহন। সম্প্রতি দুর্নীতির জেরে পদচ্যুত হতে হয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রী পবন বনসল ও অশ্বিনী কুমারকে। দ্বিতীয় ইউপিএর চতুর্থ বারের ফলপ্রকাশে এই ব্যার্থতাগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করা হবে বলেই মত বিশেষজ্ঞদের। চলবে দুর্নীতি থেকে প্রধানমন্ত্রীকে আলাদা করার চেষ্টাও।

.