উপনির্বাচনে অব্যাহত ইউপিএ`র বিপর্যয়

তামিলনাড়ু ও পুডুচেরির দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভরাডুবি হল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রার্থীদের। তামিলনাড়ুর তিরুচিরাপল্লি (পশ্চিম) আসনে কংগ্রেসের জোটশরিক ডিএমকে`র প্রার্থী কেএন নেহরুকে ১৪,৬৮৪ ভোটে হারিয়ে দিয়েছেন এআইএডিএমকে`র এম পরমজ্যোতি।

Updated By: Oct 20, 2011, 05:58 PM IST

তামিলনাড়ু ও পুডুচেরির দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভরাডুবি হল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রার্থীদের।
তামিলনাড়ুর তিরুচিরাপল্লি (পশ্চিম) আসনে কংগ্রেসের জোটশরিক ডিএমকে`র প্রার্থী কেএন নেহরুকে ১৪,৬৮৪ ভোটে হারিয়ে দিয়েছেন এআইএডিএমকে`র এম পরমজ্যোতি। জয়ললিতা মন্ত্রিসভার সদস্য এন মিরয়ম পিচাইয়ের মৃত্যুতে শূন্য হয়েছিল এই আসন। সম্প্রতি জমি কেলেঙ্কারির একটি মামলায় প্রাক্তন মন্ত্রী কেএন নেহরুকে গ্রেফতার করে জয়ললিতা সরকার। সহানুভূতি ভোটের লক্ষ্যে তিরুচিরাপল্লি (পশ্চিম) কেন্দ্রে তাঁকে মনোনয়ন দিয়েছিলেন এম করুণানিধি। কিন্তু ডিএমকে সুপ্রিমোর এই কৌশল কাজে আসেনি।
অন্যদিকে পুডুচেরির ইন্দিরানগর বিধানসভা কেন্দ্রে শাসক দল অল ইন্ডিয়া এন আর কংগ্রেসের এ তামিলসেভানের কাছে ৮,০৪৬ ভোটে হেরেছেন কংগ্রেস প্রার্থী কে অরুমৈগম। এখানে ত্রিমুখী লড়াইয়ে তৃতীয় স্থান পেয়েছেন এআইএডিএমকে`র এ ভেঙ্কটেশ্বরণ। এপ্রিল মাসের বিধানসভা ভোটে ইন্দিরানগর এবং কাদিরাকমম দুটি কেন্দ্র থেকে জিতেছিলেন এন আরকংগ্রেস প্রধান তথা বর্তমান মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী। পরে ইন্দিরানগর আসনটি ছেড়ে দেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কংগ্রেস ছেড়ে এনআর কংগ্রেস গঠন করেছিলেন এন রঙ্গস্বামী। এপ্রিল মাসের বিধানসভা ভোটে জয়ললিতার দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে কংগ্রেস-ডিএমকে-পিএমকে জোটকে পরাস্ত করেন তিনি। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এআইএডিএমকে`র সঙ্গে সংঘাত বাঁধে রঙ্গস্বামীর। এই কারণেই উপনির্বাচনে একক ভাবে লড়াই করে এআইএডিএমকে। কিন্তু ভোট ভাগাভাগির সুযোগ নিতে ব্যর্থ হয়েছে সোনিয়া গান্ধীর দল। সম্প্রতি হরিয়ানার হিসার লোকসভা এবং মহারাষ্ট্র, বিহার ও অন্ধ্রপ্রদেশের তিনটি বিধানসভা আসনের ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের ভরাডুবি হয়েছিল। এবার তামিলনাড়ু ও পুডুচেরিতেও বজায় রইল সেই ধারা।

.