উত্তরপ্রদেশে গোরখনাথ এক্সপ্রেসে মর্মান্তিক দুর্ঘটনা, হত ৩০
উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে ট্রেন দুর্ঘটনায় নিহত হলেন ৩০ জন। আহতের সংখ্যা কমপক্ষে ৪৪। আজ সকালে চুরের রেল স্টেশনের কাছে, দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে গোরক্ষপুরগামী গোরখধাম এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় ছটি বগি।
----------------------------------------------------------
উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে ট্রেন দুর্ঘটনায় নিহত হলেন ৩০ জন। আহতের সংখ্যা কমপক্ষে ৪৪। আজ সকালে চুরের রেল স্টেশনের কাছে, দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে গোরক্ষপুরগামী গোরখধাম এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় ছটি বগি।
ধ্বংসস্তুপের মধ্যে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত উদ্ধারের কাজ, আহতদের যথাযথ চিকিতসার ব্যবস্থা যাতে হয় সে জন্য ক্যাবিনেট সচিবকে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। রেল দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
UP train tragedy: Helpline numbers
Lucknow — 0522 2635639, 2288890
Gorakhpur — 0551 2004893
Gonda — 05262 222330
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট
My condolences to families of those who lost their lives in the Gorakhdham express tragedy. Prayers with the injured.
— Narendra Modi (@narendramodi) May 26, 2014