বিজেপি নেতা চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণে অভিযোগ আনল উত্তরপ্রদেশের আইনের ছাত্রী

উল্লেখ্য, গত মাসে ওই বিজেপি নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগ তোলে নির্যাতিতার পরিবার। উত্তর প্রদেশ পুলিসের সাহায্য না পেয়ে ৩০ অগস্ট সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা

Updated By: Sep 9, 2019, 08:01 PM IST
বিজেপি নেতা চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণে অভিযোগ আনল উত্তরপ্রদেশের আইনের ছাত্রী
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশ পুলিস এফআইআর নিতে চায়নি। তাই দিল্লির লোধি রোড পুলিস স্টেশনে গিয়ে বিজেপির নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানালেন উত্তর প্রদেশের নির্যাতিতা। প্রাক্তন মন্ত্রীর ল’কলেজের ছাত্রী তিনি। তাঁর অভিযোগ, চিন্ময়ানন্দ তাঁকে ধর্ষণ করেছেন। গত এক বছর ধরে যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ ২৩ বছর বয়সী ওই তরুণীর।

উল্লেখ্য, গত মাসে ওই বিজেপি নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগ তোলে নির্যাতিতার পরিবার। উত্তর প্রদেশ পুলিসের সাহায্য না পেয়ে ৩০ অগস্ট সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা। পুলিস জানায়, রাজস্থানে তাঁর খোঁজ মিলেছে। তাঁকে অপহরণ করা হয়নি। ওই তরুণী তাঁর বন্ধুর সঙ্গেই ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট জানায়, কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে হাজির করানো হোক। ওই তরুণীর মুখ থেকেই সব কথা শুনতে চান বিচারপতিরা। রুদ্ধদ্বার কক্ষে শুনানির পর তরুণীর অভিযোগের ভিত্তিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- হাওড়া - দিল্লির মধ্যে ট্রেন চালাবে বেসরকারি সংস্থা, ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

আইনের ওই ছাত্রী জানান, সিটের তদন্তকারীরা টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। চিন্ময়ানন্দের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তিনি জানিয়েছেন। এরপরও তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন তোলেন নির্যাতিতা।

.