বিশ্ব হিন্দু পরিষদের সঙ্কল্প দিবস বানচাল, উত্তরপ্রদেশে গ্রেফতার হাজার

চুরাশি কোষী যাত্রার মতই পরিণতি হল বিশ্ব হিন্দু পরিষদের সঙ্কল্প য। অযোধ্যায় আইন-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১,৩৬১ জন সমর্থককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিস। বিতর্কিত রাম জন্মভূমিতে মন্দির নির্মাণে অযোধ্যায় সঙ্কল্প দিবসের ডাক দেয় ভিএইপি। শ্রুক্রবারের কর্মসুচিস্থল প্রথমে রামসেবকপুরমে থাকলেও পুলিসের বাধায় পরে তা করসেবাকপুরমে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Updated By: Oct 18, 2013, 04:16 PM IST

চুরাশি কোষী যাত্রার মতই পরিণতি হল বিশ্ব হিন্দু পরিষদের সঙ্কল্প দিবসের। অযোধ্যায় আইন-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১,৩৬১ জন সমর্থককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিস। বিতর্কিত রাম জন্মভূমিতে মন্দির নির্মাণে অযোধ্যায় সঙ্কল্প দিবসের ডাক দেয় ভিএইপি। শ্রুক্রবারের কর্মসুচিস্থল প্রথমে রামসেবকপুরমে থাকলেও পুলিসের বাধায় পরে তা করসেবাকপুরমে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্দির নির্মাণের দাবি নিয়ে পুরুষোত্তম নারায়ণের নেতৃত্বে প্রায় ৩০০ জন পরিষদ সমর্থক করসেবকপুরমের সামনে জমায়েত করেন। পুলিস তাঁদের গ্রেফতার করে। অযোধ্যায় বিভিন্ন জায়গা থেকেও বেশকিছু সমর্থককে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে বিজেপি সাংসদ যোগী আদিত্য নাথও রয়েছেন।
ভিএইচপি নেতা রাজেন্দ্র সিং পঙ্কজকে দিগম্বর আখরার কাছে গ্রেফতার করা হয়। তাঁর ৩০০ জন সমর্থকেও ধরে পুলিস। গোটা অযোধ্যায় কড়া ব্যবস্থা রেখেছে পুলিস। কোনওরকম অশান্তি ছড়াতে দেওয়া হবে না বলে প্রশসনের তরফে আশ্বস্ত করা হয়েছে।

.