সিনেমার পর্দায় দেখাতে হবে কুম্ভমেলার লোগো, হল মালিকদের নির্দেশ যোগী সরকারের

সিনেমা হলে জাতীয় সঙ্গীতের পরই দেখাতে হবে কুম্ভমেলার লোগো। নির্দেশিকা জারি করে রাজ্যের সব হলকে জানিয়ে দেওয়া হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে।

Updated By: Jan 4, 2018, 07:44 PM IST
সিনেমার পর্দায় দেখাতে হবে কুম্ভমেলার লোগো, হল মালিকদের নির্দেশ যোগী সরকারের

নিজস্ব প্রতিবেদন: সিনেমা শুরু হওয়ার আগে পর্দায় দেখাতে হবে কুম্ভমেলার লোগো, নির্দেশ উত্তরপ্রদেশ সরকারের। সিনেমা হলে সিনেমা শুরুর আগে এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়, তারপর শুরু হয় সিনেমা। এবার জাতীয় সঙ্গীতের পরই দেখাতে হবে কুম্ভমেলার লোগো। এমনই নির্দেশিকা জারি করে রাজ্যের প্রতিটি হলকে জানিয়ে দেওয়া হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে।

প্রসঙ্গত, এলাহাবাদে অনুষ্ঠিত হতে চলা কুম্ভমেলার নতুন লোগো তৈরি করা হয়েছে। বর্তমানে যেকোনও সরকারি বিজ্ঞাপন বা হোর্ডিয়ে বাধ্যতামূলক ভাবে এই লোগো প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। জানা গেছে, ২০১৯ সালের কুম্ভের জন্য উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

.