মুজফ্ফরনগরে উত্তরপ্রদেশ ATS-এর হাতে ধৃত বাংলাদেশি জঙ্গি
Updated By: Aug 6, 2017, 11:17 AM IST
ওয়েব ডেস্ক : মুজফ্ফরনগরের কুটেসারা গ্রাম থেকে এক বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ সন্ত্রাসদমন শাখা। নাম আবদুল্লা। বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনাতেই উত্তরপ্রদেশে সে ঘাঁটি গাড়ে বলে গোপন সূত্র মারফত খবর পায় গোয়েন্দারা।
সংবাদ সংস্থা ANI সূত্রে পাওয়া খবর, ধৃত আবদুল্লা ভুয়ো পরিচয়পত্র তৈরি করত। একইসঙ্গে অন্যান্য জঙ্গিদের আশ্রয় দিত। বাংলাদেশি জঙ্গি সংগঠন 'আনসারুল্লা বাংলা টিমে'র সঙ্গে যুক্ত আবদুল্লা। সাম্প্রতিক কালে বাংলাদেশে বিভিন্ন হামলা ও ব্লগার খুনের ঘটনার পিছনে হাত রয়েছে এই 'আনসারুল্লা বাংলা টিম'-এর।
গত এক মাস ধরে মুজফ্ফরনগরে ঘাঁটি গেড়েছিল আবদুল্লা। এর আগে ২০১১ সালে সে সাহরানপুরে থাকত বলে জেরায় জানতে পেরেছেন গোয়েন্দারা।
আরও পড়ুন, উপ-রাষ্ট্রপতি নির্বাচনেও 'ক্লিন সুইপ' NDA-র; বড় ব্যবধানে জয়ী বেঙ্কাইয়া নাইডু