প্রভাবশালী হলেও ছাড় নয়, উন্নাওকাণ্ডে মুখ খুললেন যোগী

উন্নাও গণধর্ষণ নিয়ে প্রথমবার মুখ খুললেন যোগী আদিত্যনাথ। 

Updated By: Apr 13, 2018, 06:28 PM IST
প্রভাবশালী হলেও ছাড় নয়, উন্নাওকাণ্ডে মুখ খুললেন যোগী

নিজস্ব প্রতিবেদন: উন্নাওয়ের গণধর্ষণ নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্পষ্ট করলেন, বিচারে কোনও হস্তক্ষেপ করা হবে না।  

সংবাদসংস্থা এএনআই-কে যোগী বলেন, ''ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। এই ঘটনায় সমঝোতা করবে না আমাদের সরকার। অভিযুক্ত যত বড় প্রভাবশালীই হোক না কেন, তাঁকে ছাড়া হবে না।'' 

উন্নাও গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে সিবিআই। সকালেই লখনউয়ে সিবিআই অফিসে তাঁকে জেরা করা হয়। বিজেপি বিধায়কের ভাইকে গ্রেফতার করা হয়েছে।   

বিজেপি বিধায়ক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। বিচার না-পেয়ে যোগীর বাসভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন নির্যাতিতা ও তাঁর বাবা। এর পর নির্যাতিতার বাবাকে গ্রেফতার করে পুলিস। পুলিস হেফাজতে মৃত্যু হয় তাঁর। অভিযোগ, হেফাজতে নিয়ে তাঁর উপরে অত্যাচার চালিয়েছিল পুলিস। এরপর চাপের মুখে মামলাটি সিবিআই-এর হাতে দেন যোগী আদিত্যনাথ। 
    

.