দিল্লি-বারানসী বুলেট ট্রেনের অজানা তথ্য

দিল্লি-বারানসী বুলেট ট্রেন নিয়ে দেশের মানুষ খুবই উত্তেজিত হয়ে রয়েছেন। মুম্বই-আমেদাবাদের পর দিল্লি-বারানসী লাইনে এই বুলেট ট্রেন চালু হবে। তার আগে জেনে নিন দিল্লি-বারানসী বুলেট ট্রেন সম্পর্কে অজানা কিছু তথ্য।

Updated By: Jun 20, 2016, 06:27 PM IST
দিল্লি-বারানসী বুলেট ট্রেনের অজানা তথ্য

ওয়েব ডেস্ক: দিল্লি-বারানসী বুলেট ট্রেন নিয়ে দেশের মানুষ খুবই উত্তেজিত হয়ে রয়েছেন। মুম্বই-আমেদাবাদের পর দিল্লি-বারানসী লাইনে এই বুলেট ট্রেন চালু হবে। তার আগে জেনে নিন দিল্লি-বারানসী বুলেট ট্রেন সম্পর্কে অজানা কিছু তথ্য।

দিল্লি-বারানসী বুলেট ট্রেনের অজানা কিছু তথ্য-

১) দিল্লি থেকে বারানসী পর্যন্ত যেতে এই বুলেট ট্রেনকে ৭৮২ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে।

২) দিল্লি থেকে বারানসী পর্যন্ত যেতে এই বুলেট ট্রেনের সময় লাগবে ২ ঘণ্টা ৪০ মিনিট।

৩) দিল্লি থেকে বারানসী যেতে ট্রেনটি আলিগড়, আগ্রা, কানপুর, লখনউ এবং সুলতানপুরের ওপর দিয়ে যাবে।

৪) এই বুলেট ট্রেন চালু করতে খরচ হবে ৪৩ হাজার কোটি টাকা।

.