উত্তরপ্রদেশে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ, ট্যাবলেট

মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরপ্রদেশের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার কথা ঘোষণা করলেন অখিলেশ যাদব। শুধু তাই নয়, ৩৫ বছর ও তার বেশি বয়সের বেকার যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে বলেও জানান মুলায়মপুত্র।

Updated By: Mar 15, 2012, 09:05 PM IST

মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরপ্রদেশের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার কথা ঘোষণা করলেন অখিলেশ যাদব। শুধু তাই নয়, ৩৫ বছর ও তার বেশি বয়সের বেকার যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে বলেও জানান মুলায়মপুত্র।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী জানান, স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার দেবে উত্তরপ্রদেশ সরকার। দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ট্যাবলেট কম্পিউটার দেওয়া হবে। এবং দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ দেওয়া হবে। এছাড়া রাজ্যের সংখ্যালঘু মহিলারা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলে, ৩০,০০০ টাকা সরকারি অনুদানের কথা ঘোষণা করেন অখিলেশ। মন্ত্রিসভার বৈঠকের পরই এই ঘোষণাগুলি কার্যকরী হবে বলেও জানান তিনি।
এদিন শপথগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, ``দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।`` বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের আদলে উত্তরপ্রদেশের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য `জনতা দরবার` চালু করার কথাও জানান অখিলেশ সিং যাদব।

.