দুই বাইক আরোহীর মুখোমুখি সিংহী, তারপর.... দেখুন ভিডিও

যাঁরা শহরে বাস করেন, তাঁরা শুনে রীতিমত ঘাবড়ে উঠবেন। পিলে চমকে যেতে পারে তাঁদের। জঙ্গল ঘেঁষা মেঠো রাস্তা দিয়ে আপনি বাইক চালাচ্ছেন। আর সামনে এসে পড়ল একটি সিংহী! পরিণতি?

Updated By: Jun 16, 2016, 05:23 PM IST
দুই বাইক আরোহীর মুখোমুখি সিংহী, তারপর.... দেখুন ভিডিও

ওয়েব ডেস্ক : যাঁরা শহরে বাস করেন, তাঁরা শুনে রীতিমত ঘাবড়ে উঠবেন। পিলে চমকে যেতে পারে তাঁদের। জঙ্গল ঘেঁষা মেঠো রাস্তা দিয়ে আপনি বাইক চালাচ্ছেন। আর সামনে এসে পড়ল একটি সিংহী! পরিণতি?

আপনার পাশ দিয়ে দিব্যি হেলেদুলে হেঁটে বেরিয়ে গেল সিংহী 'রানি'। পিছন ঘুরে একবার আপনাকে দেখল। তারপর কী মনে হল? হঠাত্ করেই যেন ভয় পেয়ে লেজ গুটিয়ে ছুটে পালাল! অবাক হচ্ছেন? ঠিক এমনটাই ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল। আসলে বনের কাছাকাছি যাঁরা বাস করেন, তাঁদের সঙ্গে বন্যপ্রাণীদের 'সম্পর্ক'টা কিছুটা অন্যরকমই হয় বৈকি! দেখুন সেই ভিডিও,

.