রাবণের আধার কার্ড 'বাতিল করল' ইউআইডিএআই

Updated By: Oct 1, 2017, 03:26 PM IST
রাবণের আধার কার্ড 'বাতিল করল' ইউআইডিএআই

ওয়েব ডেস্ক : ইস্যু আধার কার্ড। তাই নিয়েই একটা ছবি। সেই ছবি ঘিরে প্রশ্ন। আর সেই প্রশ্নের পাল্টা উত্তর। সব মিলিয়ে হাসির ফোয়ারা উঠল সোশ্যাল মিডিয়ায়।

দসেরা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ছবিতে রাবণের ১০টি মাথায় লেখা হয়েছে সুশাসনের পথে ১০টি সমস্যার কথা। ছবিতে দেখানো হয়েছে, এক একটি 'আধারের তীর' মানুষের এই বিভিন্ন অসুবিধাগুলিকে দূর করছে। তীর-ধনুকের মাধ্যমে বোঝানো হয়েছে 'সুশাসন'কে।

ইউআইডিএআই এই ছবি পোস্ট করার পরই #DestroytheAadhaar বলে একটি টুইটার হ্যান্ডেল প্রশ্ন করে, "রাবণ কটা আধার কার্ড পেতে পারে? ১০টা মুখে ১০ জোড়া চোখের মণি অর্থাত্ রাবণের তাহলে ১০০টা আধার কার্ড?"

যার উত্তরে ইউআইডিএআই বলে, "রাবণ ভারতীয় নয়। তাই রাবণ আধার কার্ড পাওয়ার দাবিদার নয়।" ইউআইডিএআই-এর এই উত্তরের পরই হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে শেয়ার আর লাইকের বন্যা বয়ে যায়।

আরও পড়ুন,  আজ থেকে লাগু SBI সেভিং অ্যাকাউন্টের নয়া নিয়ম

.