Encounter: কাশ্মীরে সেনা-পুলিসের যৌথ অভিযান, খতম দুই লস্কর জঙ্গি

এখনও চলছে সার্চ অপারেশন। 

Updated By: Jul 23, 2021, 07:34 AM IST
 Encounter: কাশ্মীরে সেনা-পুলিসের যৌথ অভিযান, খতম দুই লস্কর জঙ্গি

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সেনা ও পুলিস। দীর্ঘ গুলির লড়াইয়ের পরপর খতম দুই জঙ্গি। আর কোনও জঙ্গি ঘা ঢাকা দিয়ে রয়েছে কিনা তা দেখতে চলছে সার্চ অপারেশন।

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার সোপোরের একটি গ্রামে দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর পান পুলিস ও সেনা জওয়ানরা। এরপরই শুরু হয় অভিযান। প্রথমে চলে সার্চ অপারেশন। জওয়ানদের লক্ষ্য করে হঠাৎই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা উত্তর দেয় সেনা। দীর্ঘ গুলির লড়াইয়ের পর প্রথমে খতম হয় ওয়ারপোরা গ্রামে আত্মগোপন করে থাকা এক জঙ্গি। এরপর মৃত্যু হয় আরও একজনের। 

আরও পড়ুন: সংসদের মর্যাদাবিরোধী কাজ করাই তৃণমূলের পরম্পরা, শান্তনু সেনকে নিশানা নাড্ডার

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে গোমাংস উপহার দেওয়ার 'মনোবাসনা', মহিলাকে জেলে পুরল অসম পুলিস

জম্মু-কাশ্মীর পুলিস সূত্রে খবর, উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। যার মধ্যে বন্দুক ও কার্তুজ রয়েছে। কাশ্মীর পুলিসের আইজি জানিয়েছেন, খতম দুই জঙ্গি লস্কর-ই-তইবা সংগঠনের সদস্য়। এক জঙ্গির নাম ফায়াজ ওয়ার। উপত্যকায় একাধিক হামলা ও খুনের ঘটনায় জড়িত রয়েছে এই জঙ্গি। পুলিসের অনুমান কোনও নাশকতার ছকেই ভারতে ঢুকেছিল জঙ্গিরা। ওই এলাকায় আর জঙ্গি আত্মগোপন করে রয়েছে কিনা, তা দেখতে তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিস। 

.