সিকিম সীমান্তে ধস, মৃত ২

বড়সড় ধস নামল সিকিম সীমান্তের কাছে রংপোয়। মৃত্যু হয়েছে এক ট্রাক চালক সহ এক শিশুর। পুরোপুরি বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম যোগাযোগ। অবরুদ্ধ দশ নম্বর জাতীয় সড়ক। দুর্ভোগের শিকার পর্যটকেরা।   

Updated By: Jan 14, 2016, 10:36 PM IST
সিকিম সীমান্তে ধস, মৃত ২

ওয়েব ডেস্ক: বড়সড় ধস নামল সিকিম সীমান্তের কাছে রংপোয়। মৃত্যু হয়েছে এক ট্রাক চালক সহ এক শিশুর। পুরোপুরি বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম যোগাযোগ। অবরুদ্ধ দশ নম্বর জাতীয় সড়ক। দুর্ভোগের শিকার পর্যটকেরা।   

এখন বর্ষা নয়। তবু এতবড় ধস! এমন ঘটনা মনে করতে পারছেন না পাহাড়ের বাসিন্দারা।

পশ্চিমবঙ্গ-সিকিম সীমান্তের কাছাকাছি, ভালুখোলায় রাতভর চলছিল রাস্তা চওড়া করার কাজ। ভোরে সেখানে আচমকা বিশাল ধস নামে।
মুহুর্তের মধ্যে, রাস্তায় থাকা গাড়িগুলি ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে যায়। প্রাথমিক উদ্ধারকাজ শুরু করে সিকিম সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরে নামে সেনাও।
ধসের জেরে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে সিকিম যাওয়ার রাস্তা। ধসের খবর জানার পরই, শিলিগুড়ি ও সিকিম দুদিক থেকেই গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাস্তায় আটকে নাকাল না হতে হলেও, দুর্ভোগের শিকার পর্যটকরা।

 

.