জারোয়া নিগ্রহের আরও দুটি ভিডিও ফুটেজ প্রকাশিত

জারোয়াদের আদিম সংস্কৃতিকে ফের পণ্য হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠল আন্দামান পুলিসের বিরুদ্ধে। জারোয়া উপজাতির মহিলারা নৃত্যপ্রদর্শন করে পর্যটকদের মনোরঞ্জন করার আরও দুটি নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করল ইংল্যান্ডের একটি সংবাদপত্র।

Updated By: Feb 5, 2012, 02:08 PM IST

জারোয়াদের আদিম সংস্কৃতিকে ফের পণ্য হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠল আন্দামান পুলিসের বিরুদ্ধে। জারোয়া উপজাতির মহিলারা নৃত্যপ্রদর্শন করে পর্যটকদের মনোরঞ্জন করার আরও দুটি নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করল ইংল্যান্ডের একটি সংবাদপত্র। তবে এই দুটি ভিডিও কবে তোলা হয়েছে, সে ব্যাপারে কিছু জানা না গেলেও ওই সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, একটি মোবাইলে তোলা প্রথম ভিডিও ফুটেজটিতে দেখা গিয়েছে, এক পুলিস অফিসারের সামনে নৃত্যপ্রদর্শন করছেন অর্ধনগ্ন জারোয়া মহিলারা। এবং দ্বিতীয় ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মিলিটারির পোশাক পরিহিত এক ব্যক্তির সামনে নৃত্যপ্রদর্শন করছেন এক জারোয়া মহিলা।
এর আগে চলতি বছরের জানুয়ারিতেই প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায় আন্দামানের জারোয়া উপজাতির মহিলাদের খাবারের লোভ দেখিয়ে পর্যটকদের সামনে জোর করে নৃত্যপ্রদর্শনে বাধ্য করছে আন্দামান পুলিস। শুধু তাই নয়, পর্যটকদের থেকে ঘুষ নিয়ে পুলিস এই কাজ করছে বলেও অভিযোগ ওঠে। এরপরই গোটা ঘটনার রিপোর্ট তলব করে কেন্দ্রীয় সরকার। কিন্তু এক মাসের মধ্যেই ফের দুটি ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ায়, আন্দামানে জারোয়াদের জন্য সংরক্ষিত এলাকার নিরাপত্তায় প্রশাসনিক ভূমিকা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

.