প্রধানমন্ত্রীর সফরের আগে জোড়া বিস্ফোরণ অসমে

প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে পর পর দুটি বিস্ফোরণে কেঁপে উঠল অসম। বৃহস্পতিবার রাতে দুটি বিস্ফোরণ হয় অসমের জোড়হাট এবং শিবসাগর জেলায়। জোড়হাটের কোলাখোয়ায় একটি বিদ্যুত্কেন্দ্রে বিস্ফোরণ হয়। শিবসাগরে বিস্ফোরণ হয় রেললাইনে।

Updated By: Apr 20, 2012, 09:01 AM IST

প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে পর পর দুটি বিস্ফোরণে কেঁপে উঠল অসম। বৃহস্পতিবার রাতে দুটি বিস্ফোরণ হয় অসমের জোড়হাট এবং শিবসাগর জেলায়। জোড়হাটের কোলাখোয়ায় একটি বিদ্যুত্কেন্দ্রে বিস্ফোরণ হয়। শিবসাগরে বিস্ফোরণ হয় রেললাইনে। দু`টি ঘটনার কোনওটিতেই এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শিবসাগরের বিস্ফোরণের ফলে তিনসুকিয়া-গুয়াহাটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অসম সফরের আগে নিরাপত্তায়  মুড়ে ফেলা হয়েছে অসমকে। প্রধানমন্ত্রীর সফরের আগে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে পরেশ বরুয়ার নেতৃত্বাধীন আলফার কট্টরপন্থী গোষ্ঠী। কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনার বিরোধী ওই গোষ্ঠীই বিস্ফোরণের পিছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

.