টুন্ডা অসুস্থ, তাই আনা হবে না এ রাজ্যে

লস্কর জঙ্গি আব্দুল করিম টুন্ডাকে এখুনি পশ্চিমবঙ্গে নিয়ে এসে জেরা করা হবে না। শারীরিক অসুস্থতার কারণে দিল্লির এইমস হাসপাতালে চিকিত্‍সাধীন টুন্ডা। ফলে বিভিন্ন রাজ্যে নিয়ে গিয়ে জেরা করার প্রয়োজনীয়তা থাকলেও টুন্ডার শারীরিক পরিস্থিতির কথা ভেবেই তা করা সম্ভব হচ্ছে না। পেসমেকার বসানোর প্রস্তুতি নিচ্ছেন চিকিত্‍সকরা।

Updated By: Aug 25, 2013, 09:42 AM IST

লস্কর জঙ্গি আব্দুল করিম টুন্ডাকে এখুনি পশ্চিমবঙ্গে নিয়ে এসে জেরা করা হবে না। শারীরিক অসুস্থতার কারণে দিল্লির এইমস হাসপাতালে চিকিত্‍সাধীন টুন্ডা। ফলে বিভিন্ন রাজ্যে নিয়ে গিয়ে জেরা করার প্রয়োজনীয়তা থাকলেও টুন্ডার শারীরিক পরিস্থিতির কথা ভেবেই তা করা সম্ভব হচ্ছে না। পেসমেকার বসানোর প্রস্তুতি নিচ্ছেন চিকিত্‍সকরা।  আব্দুল করিম টুন্ডা, দাউদ ইব্রাহিম, আইএসআই। মিসিং লিঙ্ক পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে টুন্ডার যোগাযোগ নিয়ে তত্ত্বতলাশ করতে চেয়েছিলেন গোয়েন্দারা। সেজন্য টুন্ডাকে এ রাজ্যে নিয়ে আসার পরিকল্পনাও ছিল দিল্লি পুলিসের। তবে সেই পরিকল্পনা আপাতত বিশ বাও জলে। টুন্ডা অসুস্থ হয়ে পড়ার ফলে তাকে এখুনি নিয়ে আসা সম্ভব হচ্ছে না।
 
শনিবার সংবাদমাধ্যমকে টুন্ডার আইনজীবী এম এস খান জানিয়েছেন চিকিত্‍সকরা পেসমেকার বসাতে বলেছেন। ১৬ অগাস্ট ভারত-নেপাল সীমান্ত থেকে এই লস্কর জঙ্গিকে গ্রেফতার করে পুলিস। দেশের প্রায় চল্লিশটি বোমা বিস্ফোরণের ঘটনার পিছনে টুন্ডার হাত রয়েছে বলে মনে করেন গোয়েন্দারা। বোমা বিশেষজ্ঞ এই লস্কর জঙ্গিকে জেরা করতে পারলে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলেও নিশ্চিত গোয়েন্দারা। 
 

.