পাকিস্তানকে বিশ্বাস করাটা প্রহসন মাত্র, গম্ভীরের টুইট

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনা হত্যার ঘটনায় গৌতম গম্ভীর কিছুটা বিতর্কিত মন্তব্য করলেন। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য গম্ভীর বললেন, পাকিস্তানকে বিশ্বাস করার কথা শুনলে খুব হাসি পায়। আমার কাছে পাকিস্তানকে বিশ্বাস করাটা একটা রসিকতা ছাড়া কিছুই নই।

Updated By: Aug 7, 2013, 01:16 PM IST

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনা হত্যার ঘটনায় গৌতম গম্ভীর কিছুটা বিতর্কিত মন্তব্য করলেন। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য গম্ভীর বললেন, পাকিস্তানকে বিশ্বাস করার কথা শুনলে খুব হাসি পায়। আমার কাছে পাকিস্তানকে বিশ্বাস করাটা একটা রসিকতা ছাড়া কিছুই নই।
টুইটারে গম্ভীর লিখেছেন, একটা সংবাদপত্র পড়লাম শুধু চলতি বছরেই পাকিস্তান ৫৭ বার সীমারেখা লঙ্ঘন করেছে। আর আমরা এখনও ওদের ওপর আস্থা রাখছি! এটা ঠাট্টা ছাড়া কিছুই নয়।
ভারত-পাকিস্তান সম্পর্কে মৈত্রী আর বন্ধনের প্রতীক হিসাব বাইশ গজকেই ব্যবহার করা হয়। ওয়াঘা সীমান্তের দুই পারের দেশ কাছে আসার চেষ্টা করলেই, সেটা সবার আগে করা হয় বাই‍শ গজে। মানে দু`দেশের ক্রিকেট সিরিজ দিয়ে। কিন্তু সেই বাই‍শ গজের সংসারের এক সদস্যই বোমা ফাটিয়ে দিলেন। মৈত্রীর পিচে জল ঢাললেন খোদ এক ক্রিকেটারই।
গতকাল পুঞ্চে পাক সেনার হামলার ঘটনায় ৫ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়৷

.