Tripura:রাতভর অবস্থান, ভোররাতে ত্রিপুরায় গ্রেফতার সুদীপ-জয়া-দেবাংশু
মহামারি আইন ভঙ্গ করা হয়েছে এই অভিযোগেই ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বিজেপি কর্মীরা তাদের উপর হামলা করেছে এই অভিযোগে শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানায় অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। রবিবার ভোরে তাদের গ্রেফতার করেছে পুলিস। মহামারি আইন ভঙ্গ করা হয়েছে এই অভিযোগেই ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, বেলা ১১টায় তাদের কোর্টে পেশ করা হবে।
প্রসঙ্গত, দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে শনিবার আক্রান্ত হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ত্রিপুরায় তৃণমূল নেতা-নেত্রীরা। অভিযোগ, রাস্তায় আতর্কিতে তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে গাড়িতে ইট মারা হয়। এরপর লাঠি, রড দিয়ে হামলা করা হয়। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। ইটের আঘাতে আহত হন তৃণমূল নেতারা। রাতে ধর্মনগর থেকে যখন ফিরছিলেন, তখন ফের তৃণমূল নেতানেত্রীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন, Tripura: দেবাংশুদের উপরে 'হামলা', বিজেপিকে 'ফ্যাসিস্ট' বলে তৃণমূলের পাশে CPM
ইতিমধ্যেই ত্রিপুরার উদ্দেশে রওনা দিয়েছেন ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, ১১ টার সময় ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে ত্রিপুরা রওনা দেওয়ার পথে কুণাল ঘোষ বলেন, ''সারারাত জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কর্মীরা সেখানে ছিল। আমাদের পার্টিঅফিস ভাঙা হয়েছে। বিজেপি হুমকি দিয়েছে যাতে কোনওরকম সহযোগিতা না করা হয়।''
ব্রাত্য বসু বলেন, ''ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই। বিরোধী কণ্ঠ বলে কিছু নেই। বিজেপি ভয় পাচ্ছে কিন্তু আমরা গণআন্দোলন করা মানুষ। ধমকে, গাড়ি ভাঙচুর করে আমাদের আটকানো যাবে না। আজ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তেমন হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যাবেন। বিপ্লব দেবের দলবল জেনে রাখুক, এইভাবে কম বয়সী ছেলে-মেয়েদের মারধর করে, রক্তাক্ত করে আপনারা যে সারা দেশে কলঙ্ক স্থাপন করলেন তা মোছার নয়।''
টুইটে বিজেপিকে কটাক্ষ করে ডেরেক ও'ব্রায়েন বলেছেন, ''দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত আক্রান্ত। তাঁদের বিজেপির গুণ্ডারা আক্রমণ করেছে। তাঁরা গুরুতর জখম হয়েছে। ত্রিপুরায় গণতন্ত্র রক্ষার লড়াই চলছে। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাচ্ছেন। মনের জোর রাখুন।''
Tomorrow, I am coming to #Tripura to stand by every Trinamool worker who were brutally attacked by @BJP4Tripura goons today.
It is my promise that I shall continue fighting till the very last drop of my blood.
STOP ME IF YOU CAN @BjpBiplab!#TripuraDeservesBetter
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2021
Stay strong three of our youngest and brightest from @AITCofficial @ItsYourDev @aitcsudip @JAYADUTTATMCP attacked and injured by BJP hoodlums. Keep fighting hard for democracy in Tripura. Each one of us are with you in spirit. And @abhishekaitc reaching you Sunday. Fear no one.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 7, 2021
দোলা সেনের বক্তব্য, ''সংবিধান শেষ করা বলবে। আমি যাচ্ছি আমাকেও এরেস্ট করতে পারে। গণতান্ত্রিক দেশ সংবিধান ও মানুষ শেষ কথা বলবে। ওরা যতই অত্যাচার করুক, ওরা শেষ কথা বলবে না। অত্যাচারীরা শেষ কথা বলে না। আমাদের কর্মীরা মার খেয়েছে আগে তাদের পাশে দাঁড়াতে হবে, পরে কর্মসূচি।''
ঘটনায় বিজেপিকে নিশানা করে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন,'ত্রিপুরায় বিজেপির গুন্ডারা প্রকৃত রং দেখিয়ে দিয়েছে। তৃণমূল কর্মীদের উপরে বর্বরোচিত হামলা ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের গুন্ডারাজ প্রকাশ করে দিল। আপনাদের হুমকি ও আক্রমণ অমানবিকতার প্রমাণ। যা পারেন করুন। তৃণমূল এক ইঞ্চিও জমি ছাড়বে না।'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)