Tripura Bypoll Results: একটা স্ফুলিঙ্গই সবকিছু পুড়িয়ে দিতে পারে, সরব আগরতলায় জয়ী কংগ্রেস প্রার্থী সুদীপ
কংগ্রেসের জন্য যে লড়াইটা লড়ছি সেটা ক্ষমতায় আসার জন্য নয়। বরং মানুষের পাশে দাঁড়ানোর জন্য
নিজস্ব প্রতিবেদন: উপনির্বাচনের আগেই দল বদল করেছিলেন ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায় বর্মন। কারণ অবশ্য অনেকটাই ছিল তত্কালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে সংঘাত। তাই এবার এই উপনির্বাচন ছিল সুদীপের কাছে বড় চ্যালেঞ্জ। আগরতলা আসনে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন।
আগরতলা আসন থেকে সুদীপ রায় বর্মন পেয়েছেন ১৭,২৪১ ভোট। কংগ্রেসের টিকিটে বিজেপি প্রার্থী অশোক সিনহাকে তিনি হারিয়েছেন ৩ হাজারের বেশি ভোটে।
ভোটে জিতে সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমে বলেন, এই জয় রাজ্যের উপরে বিশাল প্রভাব বিস্তার করবে। এর জন্য আমার এলাকার ভোটদাতাদের অনেক ধন্যবাদ। তাঁদের কাছে আমি চির ঋণী। কেনও স্ফুলিঙ্গকে আপনি অবহেলার চোখে দেখতে পারেন। কিন্তু মনে রাখতে হবে সেই স্পার্কই সবকিছু জ্বালিয়ে দিতে পারে। এই স্পার্ক গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে।
গোটা দেশেই কংগ্রেস ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। এই অবস্থায় এই জয় কতটা গুরুত্বপূর্ণ? সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেসের জন্য যে লড়াইটা লড়ছি সেটা ক্ষমতায় আসার জন্য নয়। বরং মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের উদ্দেশ্য, সাধারণ মানুষকে বোঝাতে হবে ভবিষ্যতে কাকে ভোট দিতে হবে। বহুদিন বিরোধী শিবিরে রয়েছি। কিন্তু নীতির সঙ্গে আপোশ করিনি। বড়দোয়ালিতে কংগ্রেস প্রার্থীর পরাজয় হয়নি বরং গণতন্ত্রের কবর হয়েছে। ছাপ্পা ভোটের জয়জয়কার হয়েছে।
আরও পড়ুন-কপ্টারে পাখির ধাক্কা, বড় বিপদ থেকে বাঁচলেন মুখ্যমন্ত্রী!