'লাল'গড়ে মোদী ঝড়, ভেঙে চুরমার ২৫ বছরের বামদুর্গ
মানিক ছেড়ে 'হিরে'র প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। মোদীর কথায় ভরসা করলেন ত্রিপুরাবাসী।
নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদীর 'চলো পাল্টাই'-এর ডাকে সাড়া দিলেন ত্রিপুরাবাসী। আর তাতেই ২৫ বছরের বাম সাম্রাজ্য ভেঙে চুরমার। গেরুয়া ঝড়ে লন্ডভন্ড সিপিএমের দুর্গ। ৪০টির কাছাকাছি আসন পাওয়ার পথে বিজেপি। সিপিএম থামতে পারে ১৯টি আসনে।
২০১৩ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি পেয়েছিল মাত্র ১.৫ শতাংশ ভোট। সেখান থেকে ৫ বছরের ব্যবধানেই তারা পেল ৪০.৫% ভোট। শরিক আইপিএফটি পেয়েছে ৮.৩ শতাংশ ভোট। রাজনৈতিক মহলের মতে, শূন্য আসন থেকে বিজেপির ত্রিপুরা জয় এককথায় বেনজির। এমন ফলাফলের পর মোদী ম্যাজিক শেষ হয়ে গিয়েছে, তা আর বলা যাবে না। বরং উত্তর-পূর্বে আরও জাঁকিয়ে বসল বিজেপির। এককালের গোবলয়ের দল আজ সর্বঅর্থেই সর্বভারতীয় হয়ে উঠল।
ত্রিপুরা জয়ের পরই বিজেপি নেতা রাম মাধব বলেন, ''ত্রিপুরাসুন্দরী মায়ের আশিস পেলাম। ত্রিপুরাবাসীকে ধন্যবাদ। নরেন্দ্র মোদী ও বিজেপি কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে এই জয়।''
This is a revolutionary result, all due to the blessings of Tripura Sundari Mata and people of the state and the hard work of PM Modi and party workers: Ram Madhav,BJP #TripuraElection2018 pic.twitter.com/nr5SqMmrXp
— ANI (@ANI) March 3, 2018