রাজ্যসভায় তিন তালাক বিল নিয়ে দ্বিচারিতা করছে কংগ্রেস: জেটলি
রাজ্যসভায় পেশ হল তিন তালাক বিল। বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি কংগ্রেসের।
ওয়েব ডেস্ক: তিন তালাক বিরোধী বিল নিয়ে শাসক-বিরোধী তরজায় বুধবারের মতো মুলতবি হল রাজ্যসভা। বৃহস্পতিবার সকাল ১১টায় ফের অধিবেশন শুরু হবে।
Rajya Sabha adjourned till 11 am, tomorrow after continued pandemonium over #TripleTalaqBill pic.twitter.com/U5nKC0BSG9
— ANI (@ANI) 3 January 2018
গতসপ্তাহে লোকসভায় পাশ হয়েছে তিন তালাক বিরোধী বিল। এদিন রাজ্যসভায় বিলটি পেশ করেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ''রাজ্যসভায় তিন তালাক বিল পাশের পরও মোরাদাবাদে পণের দাবিতে তিন তালাকের ঘটনা ঘটেছে।''লোকসভায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ। কিন্তু রাজ্যসভায় তারা সংখ্যালঘু। এই সুযোগেই এদিন শাসক দলকে চেপে ধরে কংগ্রেস। রাজ্যসভায় বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলেন কংগ্রেসের আনন্দ শর্মা। ওই কমিটির সদস্যদের নামও প্রস্তাব করেন তিনি।
Name of 17 Rajya Sabha MPs including Renuka Chowdhury, K Rahman Khan, Derek O Brien, Javed Ahmad, Majeed Memon, KK Ragesh, D Raja proposed to be members of Select Committee in the notice sent by Congress' Anand Sharma #TripleTalaqBill pic.twitter.com/aExOfiFMnL
— ANI (@ANI) 3 January 2018
আরও পড়ুন- স্বাধীনতার পর প্রথমবার পুরুষ ছাড়াই হজযাত্রায় ১৩০০ মুসলিম মহিলা
অরুণ জেটলি বলেন, ''কংগ্রেস দ্বিচারিতা করছে। গোটা দেশ দেখছে লোকসভায় বিল সমর্থন করেছিল কংগ্রেস। এখানে বিরোধিতা করছে। ২৪ ঘণ্টা আগে প্রস্তাব দেওয়া নিয়ম। অথচ বিল পেশের পর প্রস্তাব দিচ্ছে কংগ্রেস। সুপ্রিম কোর্ট তিন তালাককে অসাংবিধানিক আখ্যা দিয়েছে। বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হলে আদালতের নির্ধারিত সময়সীমা ৬ মাস পেরিয়ে যাবে।''
Judges said, 'we are now suspending it for 6 months & we beseech all parties, therefore within this period come out with apt legislation.' So, there is an urgency that country expects from Parl. Legislature must act with sense of responsibility: Jaitley in RS #TripleTalaqBill 2/2
— ANI (@ANI) 3 January 2018
The whole country is watching that in the other house you supported the bill and in this house you are trying to derail the bill: Arun Jaitley in Rajya Sabha #TripleTalaqBill
— ANI (@ANI) 3 January 2018