দশমীতে মর্মান্তিক দুর্ঘটনা, রাবণ দহন দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত ৩০

পঞ্জাবের অমৃতসরে ট্রেনের ধাক্কায় মৃত্যু। 

Updated By: Oct 19, 2018, 10:31 PM IST
দশমীতে মর্মান্তিক দুর্ঘটনা, রাবণ দহন দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত ৩০

নিজস্ব প্রতিবেদন: রাবণ দহন দেখতে গিয়ে বিপত্তি। ট্রেনের ধাক্কায় মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। আহত বহু। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে। 

শুক্রবার অমৃতসরের চৌরাচৌরি বাজারের কাছে রেললাইনের ধারেই চলছিল রাবণ দহনের অনুষ্ঠান। রাবণ দহনের পর আগুনের আঁচ থেকে বাঁচতে রেললাইনের দিকে ছুটে যায় ভিড়। সেই সময় সেখান দিয়ে তীব্র গতিতে ছুটে যাচ্ছিল অমৃতসর এক্সপ্রেস। ওই ট্রেন থেকে বাঁচতে গিয়ে পাশে সরে যান অনেকে। সেখানে তখন আবার জলন্ধর সিটি গামী ডিএমইউ। তখনই ট্রেনের ধাক্কায় শেষ সব কিছু। জানা যাচ্ছে এই সময় রেল গেটও বন্ধ ছিল। রেল লাইনের পাশে পাঁচিল থাকায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে পড়ে। 

 

প্রশ্ন উঠছে প্রতি বছরই যখন অনুষ্ঠান হয়, তখন আগাম সতর্কতা কেন নেয়নি পুলিস আর রেল? অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যে অনুষ্ঠান দেখতে গিয়ে এত বড় দুর্ঘটনা সেখানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী নভজ্যোত সিং সিধুর স্ত্রী। অভিযোগ ঘটনার পরেই এলাকা ছাড়েন তিনি।যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন সিধুপত্নী। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নভজ্যোত কৌর দাবি করেছেন, তিনি অনুষ্ঠানস্থল ছাড়ার পরই দুর্ঘটনাটি ঘটে। 

অভিযোগ উঠেছে, রাবণ দহন অনুষ্ঠানের জন্য আগাম অনুমতি নেয়নি আয়োজক কংগ্রেস। স্থানীয়দের দাবি, প্রশাসনের অনুমতি না নিয়েই রেললাইনের পাশের মাঠে রাবণ দহন অনুষ্ঠানের আয়োজন করেছিল কংগ্রেস। রেললাইনের দিকে লাগানো হয়েছিল এলইডি। ঘটনাস্থলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্জাবের মন্ত্রী সিধুপত্নী নভজ্যোত কৌর। স্থানীয়দের অভিযোগ, এতবড় দুর্ঘটনার পর নভজ্যোতপত্নী উদ্ধারকাজে সহযোগিতা করেননি, উল্টে ঘটনাস্থল ছেড়ে পালান। এটা রাজ্যের লজ্জা। স্থানীয় কংগ্রেস নেতারা অনুমতিটুকু নেওয়ার প্রয়োজন বোধ করেননি। উত্সব পালন করতে এসে পরিজন হারালেন মানুষ। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। 

আরও পড়ুন- রাবণ দহনের ভিড়ের আচমকা তীব্র গতিতে ছুটে এল ট্রেন, দেখুন মর্মান্তিক ভিডিও

.