দূরত্ব কমাতে ইউপিএ শরিকদের বৈঠকে থাকছে তৃণমূল

উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে শরিক তৃণমূলের সঙ্গে দূরত্ব কমাতে উদ্যোগ নিল কংগ্রেস হাইকম্যান্ড। প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর শনিবার ইউপিএ'র বৈঠকে প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে এদিন বামেদের তরফে উপরাষ্ট্রপতি ভোটেও হামিদ আনসারিকে সমর্থনের কথা জানানো হয়েছে।

Updated By: Jul 12, 2012, 10:54 AM IST

রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে শরিক তৃণমূলের সঙ্গে দূরত্ব কমাতে উদ্যোগ নিল কংগ্রেস হাইকম্যান্ড। প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর শনিবার ইউপিএ'র বৈঠকে প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে এদিন বামেদের তরফে উপরাষ্ট্রপতি ভোটেও হামিদ আনসারিকে সমর্থনের কথা জানানো হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে উপরাষ্ট্রপতি সম্পর্কে তাঁর মতামত জানতে চান। উপরাষ্ট্রপতি পদে হামিদ আনসারিকে রেখে দেওয়ার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তবে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আপত্তি আগেই স্পষ্ট করেছিলেন। শোনা যাচ্ছে গত বছর রাজ্যসভায় লোকপাল বিল বিতর্ক নিয়ে আনসারির ভূমিকা নাকি মমতা বন্দোপাধ্যায়ের মনঃপূত হয়নি। সেই কারণেই উপরাষ্ট্রপতির পদে হামিদ আনসরির  বিরোধিতা করছে তৃণমূল। তবে প্রধানমন্ত্রীর ফোনের পর দুই শরিকের সম্পর্কের জটিলতা কিছুটা হলেও শিথিল হয়েছে। আগামী ১৪ জুলাই ইউপিএ শরিকদের বৈঠক। সেই বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে যোগ দেবে বলে জানানো হয়েছে দলের তরফে। প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ওই বৈঠকে তৃণমূলের তরফে মুকুল রায় যোগ দেবেন।
সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচন সহ একাধিক ইস্যুতে যেভাবে কংগ্রেসের সঙ্গে সংঘাত বাড়ছিল তৃণমূলের, তাতে অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল কংগ্রেস নেত্রীকে। রাজনৈতিক মহলের ধারণা, বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের সঙ্গে সংঘাত বাঁধলেও তিনি যে এখনই ইউপিএ ছেড়ে বেরোবেন না, সেই বার্তা দিতেই ইউপিএর বৈঠকে মুকুল রায়কে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি পদে তৃণমূলের পছন্দ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। সমাজবাদী পার্টির তরফেও এখনও পর্যন্ত হামিদ আনসারিকে সমর্থনের বিষয়ে অবস্থান স্পষ্ট করা হয়নি। প্রসঙ্গত, ২০০৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিভা পাটিলকে সমর্থন করলেও উপরাষ্ট্রপতি ভোটে হামিদ আনসারির বিরুদ্ধে দলীয় নেতা রশিদ মাসুদকে দাঁড় করিয়েছিলেন মুলায়ম সিং যাদব।

অন্যদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করেও এনডিএ-তে টানাপোড়েন অব্যাহত। বৃহস্পতিবার জনতা দল(ইউনাইটেড) নেতা নীতিশ কুমার সাংবাদিকদের ইঙ্গিত দিয়েছেন, কংগ্রেস মনোনীত প্রার্থী হামিদ আনসারিকে সমর্থন করতে পারে তাঁর দল। তবে এ ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে তাঁর বক্তব্য, এনডিএর অন্যান্য শরিকদের বৈঠকের পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রে খবর, জেডিইউ-র অন্দরে আপাতত আনসারির দিকেই সমর্থনের পাল্লা ভারী। রাষ্ট্রপতি নির্বাচনে জনতা দল (ইউ) ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করলেও জোটশরিক বিজেপি সমর্থন জানিয়েছে পি এ সাংমাকে। উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও প্রার্থী দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছে বিজেপি।

.