সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে শুরু থেকেই ঝড় তুলল তৃণমূল

সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে আজ শুরু থেকেই ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। আমেরিকায় প্রবাসী ভারতীয়দের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করে সংসদের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। চলে ধর্না। এখনও কেন নীরব কেন্দ্রীয় সরকার? প্রশ্ন তৃণমূল সাংসদদের।

Updated By: Mar 9, 2017, 01:15 PM IST

ওয়েব ডেস্ক : সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে আজ শুরু থেকেই ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। আমেরিকায় প্রবাসী ভারতীয়দের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করে সংসদের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। চলে ধর্না। এখনও কেন নীরব কেন্দ্রীয় সরকার? প্রশ্ন তৃণমূল সাংসদদের।

কেন্দ্রকে কোণঠাসা করতে তৃণমূলের  জোড়া হাতিয়ার। প্রথমটি হল কেন্দ্রের আধারনীতি। দ্বিতীয়টি অবশ্যই বিদেশনীতি। এই দুই ইস্যুতে সংসদে ঝড় তোলার কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন, চুঁচুড়ার রবীন্দ্রনগরে দুষ্কৃতী তাণ্ডবের পিছনে নেপথ্য কারণ

আরও পড়ুন,আধার এবং বিদেশনীতি, দ্বিফলায় সরকারকে কোণঠাসা করতে মরিয়া তৃণমূল

.