Derek O’Brien: 'মৃদু উপসর্গ', করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন

কোভিড সংক্রমিত হওয়ার কথা ডেরেক নিজেই টুইট করে জানান। 

Updated By: Dec 28, 2021, 01:29 PM IST
Derek O’Brien: 'মৃদু উপসর্গ', করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার সকালে তিনি নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। গত তিন দিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের যদি কোনও উপসর্গ থাকে তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করেছেন তিনি। সাংসদ আপাতত হোম আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ টুইটে ডেরেক লেখেন, ‘আমার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে আছি। যদি গত তিন দিনে আমার সংস্পর্শে আসেন এবং কোভিডের উপসর্গ লক্ষ্য করে থাকেন, তাহলে অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ নিন।অতি সতর্ক থেকেও করোনা আক্রান্ত হলাম।’

আরও পড়ুন, Sourav Ganguly: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

অন্যদিকে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Corona Positive) করোনা আক্রান্ত৷ তাঁর আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ এসেছে৷ মৃদু উপসর্গ হলেও শরীরে অস্বস্তি অনুভব করায় সোমবার গভীর রাতে হাসপাতালে ভর্তি হন সৌরভ৷

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে ভারতে বাড়ছে ওমিক্রন (Omicron) সংক্রমণ। এই পরিস্থিতিতে বড়দিনে দেশবাসীকে বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে ষাটোর্ধ্ব নাগরিক এবং করোনা যোদ্ধাদের (Frontline Warriors) প্রিকশন ডোজ (Precaution Doses) দেওয়ারও কথা জানিয়েছেন। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.