PMO-তে ঢুকে "মোদী হঠাও" স্লোগান, তৃণমূলের অভিনব প্রতিবাদ
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিতে তৃণমূলের অভিনব প্রতিবাদ। নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রধানমন্ত্রীর দফতরে ঢুকে পড়লেন তৃণমূল সাংসদরা। PMO-র মধ্যে ঢুকে স্লোগান তুললেন, "মোদী হঠাও, দেশ বাঁচাও"।
ওয়েব ডেস্ক : সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিতে তৃণমূলের অভিনব প্রতিবাদ। নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রধানমন্ত্রীর দফতরে ঢুকে পড়লেন তৃণমূল সাংসদরা। PMO-র মধ্যে ঢুকে স্লোগান তুললেন, "মোদী হঠাও, দেশ বাঁচাও"।
অত্যন্ত হাই সিকিউরিটি জোনে যেভাবে আজ তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখালেন, তা এককথায় নজিরবিহীন। এই ঘটনা প্রমাণ করে যে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির বিরুদ্ধে তৃণমূলের এই আন্দোলন অত্যন্ত সুপরিকল্পিত। সারা দেশের নজর কেন্দ্রের দিকে ঘোরাতে তৃণমূলের এই স্ট্র্যাটেজি ১০০ শতাংশ সফল। আটক করা হয় PMO-র বাইরে বিক্ষোভরত সাংসদদের।
TMC leaders protest outside PMO: Protesters have been detained by Police #Delhi pic.twitter.com/xC8qwETB6N
— ANI (@ANI_news) January 5, 2017
মোদী রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছেন, এই বার্তাই তৃণমূলের তরফে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে সমগ্র দেশবাসীর কাছে। আর তাতে গতকালের রাজপথে আন্দোলন, সাংসদদের আটকের পর আজকে ফের এভাবে PMO-তে ঢুকে "মোদী হঠাও" স্লোগান নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
আরও পড়ুন, রোজভ্যালি কাণ্ডে আগামী সপ্তাহেই কি ডাক পড়তে চলেছে টলিউড অভিনেত্রীর?