রোজভ্যালি কাণ্ডে সাংসদদের গ্রেফতারির প্রতিবাদ এবার ভুবনেশ্বরেও

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদ এবার ভুবনেশ্বরেও।  আগামী কাল ভুবনেশ্বরে  CBI অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূলের। তার আগে আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে  ভূবনেশ্বরে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সী।

Updated By: Jan 8, 2017, 09:48 AM IST
রোজভ্যালি কাণ্ডে সাংসদদের গ্রেফতারির প্রতিবাদ এবার ভুবনেশ্বরেও

ওয়েব ডেস্ক : সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদ এবার ভুবনেশ্বরেও।  আগামী কাল ভুবনেশ্বরে  CBI অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূলের। তার আগে আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে  ভূবনেশ্বরে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সী।

রোজভ্যালি দুর্নীতিতে নাম জড়িয়েছে সাংসদ তাপস পাল ও সুদীপ ব্যানার্জির। এক সপ্তাহের মধ্যে গ্রেফতার হন দুই সাংসদ। কলকাতা থেকে তাদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। দলীয় সাংসদদের গ্রেফতারির পর থেকেই 'অল আউট অ্যাটাক'-এ নেমেছে তৃণমূল। এদিকে তদন্তে প্রতিদিনই বেরিয়ে আসছে নিত্য নতুন তথ্য।

আরও পড়ুন, টলিউড অভিনেত্রীকে নিয়ে জেরায় বিস্ফোরক তাপস পাল

.