পারদ নামল ১৩.৮ ডিগ্রিতে, সিমলার পর বরফ পড়ল নৈনিতালেও

ঠান্ডা ঠান্ডা, কুল কুল। কাশ্মীরে লাগাতার তুষারপাতের জের এ রাজ্যে।  কলকাতায় ফের নামল পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি।  মকরসংক্রান্তিতে হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রার পারদ।

Updated By: Jan 8, 2017, 09:06 AM IST
পারদ নামল ১৩.৮ ডিগ্রিতে, সিমলার পর বরফ পড়ল নৈনিতালেও

ওয়েব ডেস্ক : ঠান্ডা ঠান্ডা, কুল কুল। কাশ্মীরে লাগাতার তুষারপাতের জের এ রাজ্যে।  কলকাতায় ফের নামল পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি।  মকরসংক্রান্তিতে হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও কিছুদিন থাকছে শীত। শীতের শুরুতেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল, এবার লম্বা হবে না শীতের ইনিংস। ডিসেম্বরের শুরুতে দেখা দিলেও পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপের জেরে উধাও হয়ে গিয়েছিল শীত। বড়দিন বা বর্ষবরণেও শীতের দেখা মেলেনি। আবহাওয়া দফতর জানাচ্ছে, কাশ্মীরের তুষারপাতের জেরে শেষ বেলায় কামড় দিচ্ছে শীত।

অন্যদিকে বরফে ঢেকেছে সিমলা, মানালি। মরশুমের প্রথম বরফ পড়ল নৈনিতালেও। তাপমাত্রার পারদ হিমাঙ্কের কয়েক ডিগ্রি নিচে। বরফে অবরুদ্ধ রাস্তা। রাস্তায় দাঁড়িয়ে সারি সারি পর্যটক বোঝাই গাড়ি। পানীয় জলের অভাবে সমস্যায় পড়েছেন পর্যটকরা। রোহতাং পাস ও আশেপাশের এলাকা ইতিমধ্যে ১০ থেকে ১৫ সেন্টিমিটার বরফের তলায়।

আরও পড়ুন, ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে এবার দারুণ সুবিধা!

.