Tripura: আক্রান্ত তৃণমূল প্রার্থী, মোমবাতি মিছিল আগরতলায়
এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস নেতারা আগরতলায় মোমবাতি মিছিল করে
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার ত্রিপুরায় আক্রান্ত হলেন তৃণমূলের পুরভোটের প্রার্থী। আগরতলা মিউনিসিপাল করপরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে আক্রমনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
Our candidate in Ward Number 15 of AMC was attacked by @BJP4Tripura goons!
We strongly condemn such incidents. @BjpBiplab, WHY ARE YOU SILENT?
SHAME ON BJP. pic.twitter.com/qw39JhFbYz
— AITC Tripura (@AITC4Tripura) November 18, 2021
আগরতলা মিউনিসিপাল করপরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী বিকাশ সরকারের উপরে নির্মম আক্রমন চালিয়েছে বিজেপির গুন্ডাবাহিনী, এমনটাই একটি টুইটে দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই একই টুইটে তারা আরও বলেছে যে তৃণমূলের উত্থানে শঙ্কিত হয়েই এই ঘটনা ঘটাচ্ছে বিজেপি।
দলের পতাকা হাতে ত্রিপুরাজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে @BJP4Tripura-এর দুষ্কৃতীরা।
১৫ নং ওয়ার্ডের @AITCofficial প্রার্থী বিকাশ সরকারের ওপর নির্মম আক্রমণ চালালো বিজেপির গুন্ডাবাহিনী।
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উত্থানে শাসক দল যে কতটা শঙ্কিত, তার প্রমাণ এই বর্বরোচিত হামলা। pic.twitter.com/eUW0bk4xOp
— AITC Tripura (@AITC4Tripura) November 18, 2021
এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস নেতারা আগরতলার ১১ নম্বর ওয়ার্ড থেকে জীবী মোড় অবধি একটি মোমবাতি মিছিল করে বৃহস্পতিবার সন্ধ্যায়।
আরও পড়ুন: একাধিক সংস্কারের ফলে ব্যাকিং ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে: Modi
তৃণমূলের তরফে জানান হয়েছে আসন্ন AMC নির্বাচনের প্রচারে, তৃণমূল কর্মীদের একাধিকবার আক্রমণ করা হয়েছে। এমনকি তাদের পরিবারকেও হুমকি দেওয়া হয়। বুধবার, AITC কর্মীদের আক্রমন করা হয় তেলিয়ামুড়ায়। সুপ্রিম কোর্ট ত্রিপুরায় অবাধ ও সুষ্ঠ নির্বাচনের নির্দেশ দেওয়ার পরেও এই ঘটনা ঘটছে বলে বার বার অভিযোগ করছে তৃণমূল।