কেন বাংলা হচ্ছে না? প্রশ্ন আহমেদ হাসানের, সংবিধান সংশোধন হোক, বললেন মানস

এদিনই অধিবেশন চলাকালীন সংসদে প্রধানমন্ত্রীর নির্দিষ্ট ঘরে মোদীর সঙ্গে সাক্ষাত্ করে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল।

Updated By: Jul 25, 2019, 12:05 AM IST
কেন বাংলা হচ্ছে না? প্রশ্ন আহমেদ হাসানের, সংবিধান সংশোধন হোক, বললেন মানস

নিজস্ব প্রতিবেদন: আরও একবার সংসদে রাজ্যের নাম বদলে 'বাংলা' করার দাবিতে সোচ্চার হলেন তৃণমূল সাংসদরা। কেন নামবদল হচ্ছে না, জানতে চান তৃণমূল সাংসদ আহমেদ হাসান। দরকার হলে সংবিধান সংশোধন করে নামবদলে কেন্দ্রীয় সরকার অনুমতি দিক, দাবি করেন মানস ভুঁইয়া। 

রাজ্যের নামবদল নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। একইসঙ্গে রাজ্যসভাতেও বিষয়টি নিয়ে সোচ্চার হলেন তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদ আহমেদ হাসান প্রশ্ন করেন, অতিসম্প্রতি একাধিক শহর ও রেলস্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। মুঘলসরাইয়ের নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায়। আমরা চাই পশ্চিমবঙ্গের নাম হোক 'বাংলা'। বিধানসভায় সর্বসম্মতিতে তা পাশ হয়েছে। কেন কেন্দ্রীয় সরকার রাজ্যের আবেদন প্রত্যাখ্যান করছে, সেটা জানতে চাই।

কেন্দ্র অবশ্য স্পষ্ট জানিয়েছে, পাশের রাজ্য বাংলাদেশের সঙ্গে নামে মিল থাকায় সেটা সম্ভব নয়। বাংলা নামে এ কারণেই আপত্তি। মানস ভুঁইয়া দাবি করেছেন, সংবিধানে সমস্যা হলে সংশোধন করে অনুমোদন দেওয়া হোক। 

এদিনই অধিবেশন চলাকালীন সংসদে প্রধানমন্ত্রীর নির্দিষ্ট ঘরে মোদীর সঙ্গে সাক্ষাত্ করে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীকে তাঁরা জানান, রাজ্য বিধানসভায় বাংলার নাম পরিবর্তন সর্বসম্মতিতে পাশ হয়েছে। অথচ সেটি নিয়ে গড়মসি করছে কেন্দ্রীয় সরকার। আপনি বিষয়টি দেখুন। প্রধানমন্ত্রী তৃণমূল সাংসদদের কথা মন দিয়ে শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন।

আরও পড়ুন- চোখ কেমন আছে? কোথায় দেখাচ্ছ? অভিষেকের কাছে জানতে চাইলেন মোদী

.