চোখ কেমন আছে? কোথায় দেখাচ্ছ? অভিষেকের কাছে জানতে চাইলেন মোদী

রাজনৈতিক শত্রুতা ভুলে সৌজন্যের রাজনীতির নির্দশন তুলে ধরলেন মোদী। 

Updated By: Jul 24, 2019, 11:35 PM IST
চোখ কেমন আছে? কোথায় দেখাচ্ছ? অভিষেকের কাছে জানতে চাইলেন মোদী

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের নাম 'বাংলা' করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের আপত্তিতে ঝুলে রয়েছে বিষয়টি। এনিয়েই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বুধবার দরবার করে তৃণমূলের প্রতিনিধি দল। সেখানেই রাজনৈতিক শত্রুতা ভুলে সৌজন্যের রাজনীতির নির্দশন তুলে ধরেন মোদী। পাল্টা সৌজন্য দেখান তৃণমূল সাংসদরা।       
  
অধিবেশন চলাকালীন সংসদে প্রধানমন্ত্রীর নির্দিষ্ট ঘরে মোদীর সঙ্গে সাক্ষাত্ করে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কুশল বিনিময়ের পর অভিষেকের চোখ কেমন আছে, জানতে চান নরেন্দ্র মোদী। অভিষেক তখন জবাব দেন, দু'বার অস্ত্রোপচার হয়েছে। আরও একবার করাতে হবে। কোথায় চিকিত্সা করাচ্ছে? প্রশ্ন করেন নরেন্দ্র মোদী। উত্তর আসে, হায়দরাবাদ। বলে রাখি, সড়ক দুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।          

 সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, রাজ্য বিধানসভায় বাংলার নাম পরিবর্তন সর্বসম্মতিতে পাশ হয়েছে। অথচ সেটি নিয়ে গড়মসি করছে কেন্দ্রীয় সরকার। আপনি বিষয়টি দেখুন। প্রধানমন্ত্রী তৃণমূল সাংসদদের কথা মন দিয়ে শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন।

আরও পড়ুন- দেশজুড়ে ই-যান চালুর বিরোধিতা করে মোদী সরকারকে ৬ দফা প্রশ্ন রাজ্যের

.