Opposition Meeting: ৫ রাজ্যে ভোটের ফলপ্রকাশের পর বিরোধীদের বৈঠকে নেই তৃণমূল!
এদিন দিল্লিতে নৈশভোজের আয়োজন করা হয়েছিল কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে। সূত্রের খবর, সংসদের শীতকালীন অধিবেশব রণকৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকে যোগ দিয়েছিল বিরোধী শিবিরের ১৭-১৮ দলের প্রতিনিধিরা।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ৫ রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর দিল্লিতে বৈঠকে বিরোধীরা। কিন্তু সেই বৈঠকে নেই তৃণমূল ও শিবসেনার উদ্ধব গোষ্ঠী! কেন? তৃণমূল আগেই জানিয়েছিল বৈঠকে যোগ দেবে না, দাবি কংগ্রেসের।
আরও পড়ুন: Amit Shah | POK: 'পাক-অধিকৃত কাশ্মীর আমাদের', সংসদে দাবি অমিত শাহের...
হিন্দি বলয়ে গেরুয়া ঝড়। মধ্যপ্রদেশ, ছত্তীশগড় ও রাজস্থানে সরকারে গড়ার পথে বিজেপিই। কংগ্রেসে হাতে শুধু তেলঙ্গানা। ৩ ডিসেম্বর রবিবার যখন ভোটের ফল ঘোষণা হচ্ছিল, তখনই কংগ্রেস তরফে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছিল। বৈঠক হওয়া কথা ছিল আজ, বুধবার। পরে অবশ্য বৈঠক স্থগিত করে দেওয়া হয়।
এদিন দিল্লিতে নৈশভোজের আয়োজন করা হয়েছিল কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে। সূত্রের খবর, সংসদের শীতকালীন অধিবেশব রণকৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকে যোগ দিয়েছিল বিরোধী শিবিরের ১৭-১৮ দলের প্রতিনিধিরা।
কংগ্রেস সূত্রে খবর ইন্ডিয়া জোটের বৈঠক হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। তারিখটা সম্ভবত ১৮ ডিসেম্বর। ওইদিন বিরোধী দলগুলির প্রেসিডেন্ট ও প্রধানদের বৈঠক হবে। জানা যাচ্ছে জোটের নেতাদের তারিখ ফাঁকা পাওয়ার কথা মাথায় রেখে ওই তারিখটা নির্বাচন করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)