একধাক্কায় বাড়ল তাজমহল দর্শনের খরচ

তাজ-দর্শনে টিকিটের দাম বাড়ল পাঁচগুণ। 

Updated By: Sep 28, 2018, 10:55 PM IST
একধাক্কায় বাড়ল তাজমহল দর্শনের খরচ

নিজস্ব প্রতিবেদন: একটু একটু করে বাড়ছিল তাজমহলের প্রবেশমূল্য। এবার তা একলাফে পাঁচগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ। বিশ্বের সপ্তম আশ্চর্যে এবার থেকে প্রবেশ করতে গেলে খসাতে হবে আড়াইশো টাকা। এই সিদ্ধান্তে খুশি নন দর্শনার্থী থেকে ব্যবসায়ীরা। 

পৃথিবীর কোটি কোটি মানুষের গন্তব্য তাজমহল। জীবনে একবার তাজমহল না দেখলেই নয়। সারাবছরই লেগে থাকে বিদেশিদের ভিড়। এমনকি বিদেশি রাষ্ট্রনেতারাও তাজমহলের মায়া কাটাতে পারেননি। ভারতীয়দেরও কাছেও তাজমহল মানে 'একরাশ আবেগ'। ঘরের সামনেই পৃথিবীর আশ্চর্য। আর তা চাক্ষুষ করতেই এবার কপালে ভাঁজ পড়তে চলেছে।

পঞ্চাশের টিকিট এবার লাফিয়ে বেড়ে আড়াইশো টাকা। দেশের নাগরিকদের তাজ দর্শনে এতদিন পঞ্চাশ টাকা দিতে হত। হঠাতই নয়া সিদ্ধান্ত। 

তাজমহল দর্শন করতে আসা পর্যটকরা সাধারণত এখানে থাকেন না। খাঁ খাঁ করছে হোটেল।  ব্যবসায়ীরা বলছেন, এভাবে প্রবেশমূল্য বাড়তে থাকলে তাজ দর্শনে উত্সাহ হারাবেন প্রচুর পর্যটক। পেটে আরও টান পড়বে।

টিকিটের মূল্য বৃদ্ধি হয়েছে পাঁচগুন। দর্শনার্থী কমার আশঙ্কা গ্রাস করছে স্থানীয় ব্যবসায়ীদের। টিকিটের দাম বাড়লেও সেভাবে স্বাচ্ছন্দের কোনও বালাই নেই। স্বীকার করছেন স্থানীয়রাই। এএসআই এর সিদ্ধান্তে ক্ষোভ। শান্তির নীড়ে অস্বস্তির দমকা হাওয়া ধাক্কা খাচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রাচীরে।  

তাজমহলকে নিয়ে সাম্প্রতিক বিতর্কও কম নয়। বিজেপি বিধায়ক সংগীত সোম দাবি করেছিলেন, তাজমহল অত্যাচারীদের হাতে তৈরি। ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। অবলিম্বে তাকে ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া উচিত। তা সামাল দিতে আবার যোদী আদিত্যনাথ বলেছিলেন, "তাজমহল তৈরি করেছেন ভারতমাতার সন্তানরা। তাজমহল দেশের গর্ব।"

কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন আবার দাবি করেছেন, তাজমহল আসলে একটি শিবমন্দির ছিল। শিবমন্দিরটির উপরেই তাজমহল তৈরি করেছেন শাহাজাহান। 

আরও পড়ুন- 'আয়াপ্পা ব্রহ্মচারী, ব্যক্তিগত পরিসর চাই', রায় পর্যালোচনার আবেদন করতে চলেছে সবরীমালা বোর্ড

.