যাবজ্জীবন কারাদণ্ড ৩ খুনির!

৪ গ্রামহবাসীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাদের। রাখা হয়েছিল খাঁচার ভিতর। কারণ সেই সময় তাদের বিচার চলছিল। অবশেষে দীর্ঘ বৈজ্ঞানিক পরীক্ষাপ পর বেরল রায়। ঘোষণা হল সাজা। ১৮ জন সন্দেহভাজনের মধ্যে ৩ জনকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড।  

Updated By: Jun 16, 2016, 07:16 PM IST
যাবজ্জীবন কারাদণ্ড ৩ খুনির!

ওয়েব ডেস্ক : ৪ গ্রামহবাসীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাদের। রাখা হয়েছিল খাঁচার ভিতর। কারণ সেই সময় তাদের বিচার চলছিল। অবশেষে দীর্ঘ বৈজ্ঞানিক পরীক্ষাপ পর বেরল রায়। ঘোষণা হল সাজা। ১৮ জন সন্দেহভাজনের মধ্যে ৩ জনকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড।  

সাধারণ মানুষের উপর হামলা ও তাদের হত্যার অপরাধে দিন কয়েক আগে গুজরাতের গির অরণ্যভুমি থেকে ১৮টি সিংহকে বন্দি করে বনদফতর। এরপর বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আর এই তিন সিংহকে দোষী সাব্যস্ত করা হয়। সাজাপ্রাপ্ত হয় তারা। রাজ্যের জুনাগড়ের সক্করবাগ চিড়িয়াখানায় এই ৩ নরখাদক সিংহকে আজীবন সাজা কাটাতে হবে। বাকি ১৫টি সিংহকে  জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

.