যে কাণ্ড ঘটিয়েছেন দেশের এই বিচারক!!!

দিন সংখ্যা ৩২৭। মামলার সংখ্যা ৬ হাজার ৬৫টি। করে দেখিয়েছেন বিচারক তেজ বাহাদুর সিং। মুজফ্ফরনগরের পারিবারিক আদালতের মুখ্য বিচারক তেজ বাহাদুর সিং ৩২৭ দিনে নিষ্পত্তি করেছেন ৬ হাজার ৬৫টি মামলার। যা এককথায় দেশের মধ্যে তো বটেই, বিশ্বেও রেকর্ড!

Updated By: Apr 8, 2017, 12:54 PM IST
যে কাণ্ড ঘটিয়েছেন দেশের এই বিচারক!!!

ওয়েব ডেস্ক : দিন সংখ্যা ৩২৭। মামলার সংখ্যা ৬ হাজার ৬৫টি। করে দেখিয়েছেন বিচারক তেজ বাহাদুর সিং। মুজফ্ফরনগরের পারিবারিক আদালতের মুখ্য বিচারক তেজ বাহাদুর সিং ৩২৭ দিনে নিষ্পত্তি করেছেন ৬ হাজার ৬৫টি মামলার। যা এককথায় দেশের মধ্যে তো বটেই, বিশ্বেও রেকর্ড!

এই বেনজির কাণ্ড ঘটিয়ে ইতিমধ্যেই গিনেস বুকে নিজের নাম তোলা নিশ্চিত করে ফেলেছেন বিচারক তেজ বাহাদুর সিং। তিনি জানিয়েছেন, আরও বেশ কিছু মামলারও নিষ্পত্তি করে ফেলতেন। কিন্তু মাঝে আইনজীবীদের ধর্মঘটে বেশকিছু দিন কাজ আটকে যায়। জমে যাওয়া মামলার পাহাড়ের নিষ্পত্তি করতেই তাঁর এই হাড়ভাঙা খাটুনির উদ্যোগ বলে জানিয়েছেন তেজ বাহাদুর সিং। মামলার বিচারে একদিকে যেমন কঠোর রায় শুনিয়েছেন, তেমনই জোড়া লাগিয়েছেন ৯০৩টি সংসার।

আরও পড়ুন, EPFO-র এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৫০ লাখেরও বেশি মানুষ!

.