বিজয়া দশমীতে অস্ত্র পূজা হয় না! সমালোচনা করতে শিখুক কংগ্রেস: অমিত শাহ
অমিত শাহ বলেন, কংগ্রেস অস্ত্র পুজো পছন্দ করছে না
নিজস্ব প্রতিবেদন: ফ্রান্সে গিয়ে রাজনাথের অস্ত্র পুজো করাকে তামাসা বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে। বুধবার হরিয়ানার সমাবেশে তার পাল্টা দিলেন অমিত শাহ।
আরও পড়ুন-আরও জোরালো প্রতিবাদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রীকে নয়া চিঠি নাসিরুদ্দিন-রোমিলা থাপার
মঙ্গলবার রাফাল যুদ্ধবিমানের প্রথমটি হাতে পেল ভারত। সেই উপলক্ষ্যে ফ্রান্সে গিয়ে রাফাল জেটে অস্ত্র পুজো করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এনিয়ে খারগে বলেন, এই ধরনের তামাসা করার কোনও প্রয়োজন ছিল না। বোফর্স কামান কেনার সময় কেউ বিদেশে তা আনতে যায়নি। এভাবে কেউ সরকারের প্রচার করেনি। এখন এরা বিমানে চড়ে তা দেখাচ্ছে।
Home Minister Amit Shah in Kaithal, Haryana: Defence Minister Rajnath Singh performed 'Shashtra Pujan' of Rafale yesterday in France. Congress did not like it. Is 'Shashtra Pujan' not performed on Vijayadashami? They should ponder over what needs to be criticised and what not.
— ANI (@ANI) October 9, 2019
#WATCH BJP President Amit Shah in Kaithal,Haryana: Our jawans carried out a surgical strike in Balakot, killed Pakistani terrorists and came back without a single of our jawan being harmed. They took revenge for those jawans who had sacrificed their lives.
— ANI (@ANI) October 9, 2019
বুধবার হরিয়ানায় এক সভায় বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেস অস্ত্র পুজো পছন্দ করছে না। বিজয়া দশমীতে শস্ত্র পুজো কি হয় না? ওদের ভাবা উচিত কিসের সমালোচনা করা উচিত আর কিসের উচিত নয়।
আরও পড়ুন-কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! দীপাবলির আগে আরও ৫ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা
এদিন বালাকোটে বায়ুসেনার অভিযানের কথা টেনে আনেন অমিত শাহ। তিনি বলেন, বালাকোটে আমাদের জওয়ানরা সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গিদের সাবাড় করেছে। এতে কোনও জওয়ানের প্রাণহানি ঘটেনি। তারা আমাদের জওয়ানদের ওপরে হামলার প্রতিশোধ নিয়েছে।