পাক অধিকৃত কাশ্মীরের উদ্বাস্তুদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা কেন্দ্রের

ওইসব পরিবার পাক অধিকৃত কাশ্মীর থেকে এসে জম্মু ও কাশ্মীরের বাইরে বসবাস শুরু করে

Updated By: Oct 9, 2019, 03:39 PM IST
পাক অধিকৃত কাশ্মীরের উদ্বাস্তুদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের ৫,৩০০ পরিবারের পাশে দাঁড়াচ্ছে কেন্দ্র। কেন্দ্রশাসিত এই অঞ্চলের ওইসব পরিবারের প্রত্যেকটিকে ৫.৫ লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে। ওই টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রীর উন্নয়ণ প্যাকেজ থেকে। বুধবার একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর।

আরও পড়ুন-প্রত্যাহারে রেকর্ড দেরি, আগামিকাল থেকে শুরু হচ্ছে মৌসুমি বায়ুর ঘরে ফেরা

জাভরেকর জানিয়েছেন, ওই ৫,৩০০ পরিবার জম্মু ও কাশ্মীরে এসেছে পাক অধিকৃত কাশ্মীর থেকে। এদের নাম উদ্বাস্তুদের তালিকায় ছিল না। তাদের এবার তালিকায় ঢোকানো হচ্ছে।

জম্মু ও কাশ্মীরের উন্নয়ণের লক্ষ্যে যে সব প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর উন্নয়ণ প্যাকেজ। কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠকের পর বুধবার ওই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন-দল থেকে সুবিধা নিয়ে যাঁরা দুঃসময়ে পাশে থাকে না, আমরা তেমনটা নই: কংগ্রেস ছাড়ার জল্পনা ওড়ালেন সলমন

ওইসব পরিবার পাক অধিকৃত কাশ্মীর থেকে এসে জম্মু ও কাশ্মীরের বাইরে বসবাস শুরু করে। তাই তাদের নাম বাদ পড়ে যায়। পরে রাজ্যে এসে বসবাস শুরু করে তারা। এদের ওই সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া হবে একবারেই।

.