ফের সেনা কনভয়ে হতে পারে আত্মঘাতী জঙ্গিহানা, বলছে গোয়েন্দা রিপোর্ট

১৪ ফেব্রুয়ারির নৃশংস জঙ্গি হানার স্মৃতি টাটকা থাকতে থাকতেই ফের বড়সড় নাশকতা ঘটাতে চায় জঙ্গিরা, রিপোর্ট বলছে এমনটাই।

Updated By: Mar 24, 2019, 08:46 AM IST
ফের সেনা কনভয়ে হতে পারে আত্মঘাতী জঙ্গিহানা, বলছে গোয়েন্দা রিপোর্ট

নিজস্ব প্রতিবেদন- পুলওয়ামার পর সোপিয়ান। ফের একবার আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে জঙ্গিরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে এমনটাই। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গিহানার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এবার আরও একবার বড়সড় নাশকতার ছক কষছে এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন। গোয়েন্দা সংস্থার রিপোর্টের পর নড়েচড়ে বসেছে জম্মু-কাশ্মীরের প্রশাসন। সংস্থার রিপোর্ট মোতাবেক এবার সোপিয়ান জেলায় সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। ১৪ ফেব্রুয়ারির নৃশংস জঙ্গি হানার স্মৃতি টাটকা থাকতে থাকতেই ফের বড়সড় নাশকতা ঘটাতে চায় জঙ্গিরা, রিপোর্ট বলছে এমনটাই।

আরও পড়ুন-  জনতা ও জওয়ানদের কাছে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে, তোপ অমিত শাহর

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ঘটনার পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছিল সেনা ও আধা সেনাবাহিনী। ইতিমধ্যে পুলওয়ামা হামলার মুল চক্রী মুদাসির আহমেদসহ একাধিক জঈশ-ই-মহম্মদের টপ কমান্ডারকে নিকেশ করেছে ভারতীয় সেনা। আর তাই আরও একবার বদলার ছক কষছে জঙ্গিরা। ইতিমধ্যে সোপিয়ান জেলায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। সেনা ও সিআরপিএফকে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা সংস্থা। কেন্দ্রের একাধিক এজেন্সির রিপোর্ট বলছে, সোপিয়ানে আরও একবার সেনা কনভয়কে টার্গেট করার ছক কষছে জঙ্গিরা। পুলওয়ামার মতো একই ধাঁচে সেনা কনভয়ে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। এবারও আইইডি বিস্ফোরণ ঘটানোর ছক রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও কোন জঙ্গি সংগঠন এমন নাশকতার ছক কষছে তা গোয়েন্দা সংস্থার তরফে খোলসা করা হয়নি। ইতিমধ্যে সোপিয়ান জেলায় সতর্কতা জারি করা হয়েছে সেনার তরফে।

.