নাশকতার ছক ফাঁস: হাই জ্যাক হতে পারে দিল্লি-কাবুল বিমান
এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতার হুমকি ফোন আসে গতকাল। এর পরই গোটা দেশের বিমানবন্দরগুলিতে বাড়ানো হয়ছে নিরাপত্তা। রবিবার সকালে আরও একটি চাঞ্চল্যকর তথ্য এল গোয়েন্দাদের কাছে।
Updated By: Jan 4, 2015, 02:06 PM IST
নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতার হুমকি ফোন আসে গতকাল। এর পরই গোটা দেশের বিমানবন্দরগুলিতে বাড়ানো হয়ছে নিরাপত্তা। রবিবার সকালে আরও একটি চাঞ্চল্যকর তথ্য এল গোয়েন্দাদের কাছে।
অপহরণ করা হতে পারে দিল্লি-কাবুল এয়ার ইন্দিয়ার বিমান। এই খবর আসার পরই সতর্কতা জারি করা হয়েছে। নতুন তথ্যে নির্দিষ্ট করে বলা হয়েছে কোন বিমানে নাশকতা হতে পারে। ফলে হুমকি ফোনের পর এই তথ্যকে গুরুত্বের সঙ্গে দেখছে গোয়েন্দা বিভাগ।
নয়াদিল্লি বিমানবন্দরে হাই এলার্ট জারি করা হয়েছে। প্রত্যেক বিমানযাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।