কাশ্মীরে সংঘর্ষে নিহত জঙ্গি

জম্মু ও কাশ্মীর পুলিস ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই নগাঁওয়ের বোয়ানে অভিযান চালায় সেনা ও রাজ্য সশস্ত্র পুলিসের যৌথবাহিনী। শুক্রবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর।

Updated By: Jul 7, 2012, 02:33 PM IST

জম্মু ও কাশ্মীর পুলিস ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই নগাঁওয়ের বোয়ানে অভিযান চালায় সেনা ও রাজ্য সশস্ত্র পুলিসের যৌথবাহিনী। শুক্রবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর।
দিনভর লড়াইযের শেষে একজন জঙ্গির দেহ উদ্ধার করা গিয়েছে। সেনার আশঙ্কা কমপক্ষে আরও ৪জন জঙ্গি ওই গ্রামে লুকিয়ে রযেছে। অন্ধকারের সুযোগ নিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী অনতিদূরের পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় আশ্রয় নিতে পারে বলেও মনে করা হচ্ছে। সেনা সূত্রে খবর, ওই জঙ্গিদের সন্ধানে রাতভর তল্লাসি চালায় সেনা ও পুলিস।

.