সমুদ্রপথে সন্ত্রাস ঢুকছে বলে আশঙ্কা প্রকাশ প্রধানমন্ত্রীর
দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সমুদ্রপথে সন্ত্রাস এদেশে ঢুকছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার নয়াদিল্লিতে ডিজিপি এবং আইজিপিদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আলোচনাসভার শেষ দিনে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সমুদ্রপথে সন্ত্রাস এদেশে ঢুকছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার নয়াদিল্লিতে ডিজিপি এবং আইজিপিদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আলোচনাসভার শেষ দিনে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। সেইসঙ্গে জম্বু-কাশ্মীর সীমান্তেও অনুপ্রবেশের ঘটনা দিন দিন বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ভূস্বর্গের শান্তি প্রসঙ্গে তিনি এও বলেন, সম্প্রতি জম্বু-কাশ্মীরে সফল অমরনাথ যাত্রার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন হয়েছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে তিনি বলেন, "আততায়ীরা সন্ত্রাসের নতুন নতুন মাধ্যম ব্যবহার করছে, আমাদের এটাকে প্রতিহত করতে হবে"।
সম্প্রতি অসম হিংসার নিরিখে তিনি বলনে, বাড়তে থাকা সাম্প্রদায়ীক দাঙ্গা ভরতের ধর্মীয় বৈচিত্রকে কলুষিত করছে। দাঙ্গা প্রতিহত করতে পুলিস প্রশাসনকে আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, সাত রাজ্যে মাওবাদীদের বাড়বাড়ন্ত ক্রমেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মাওবাদী দমনে আধাসামরিক বাহিনীকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেন মনমোহন। মাওবাদী দমনে পুলিসের আরও উন্নত প্রশিক্ষণ, উন্নত যোগাযোগের ওপর জোর দেন তিনি। সেইসঙ্গে পুলিসের আধুনিক অস্ত্রের প্রয়োজন আছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।