হাজার হাজার হিন্দুকে হত্যা করেছিলেন টিপু সুলতান, জয়ন্তী-রদে দাবি তেজস্বীর
২০১৫ সাল থেকে অষ্টাদশ শতকে মহীশূরের বিতর্কিত শাসক টিপু সুলতান জন্মদিন উদযাপন শুরু করেছিল কর্ণাটকের কংগ্রেস সরকার।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে টিপু জয়ন্তী পালন রদ করেছে বিজেপি। ইয়েদুরাপ্পা সরকারের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে মহীশূরের শাসককে হিন্দু হত্যাকারী আখ্যা দিলেন বিজেপির তরুণ সাংসদ তেজস্বী সূর্য।
এদিন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন,'টিপু সুলতানের জন্মদিনে রাজ্যের একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটে। বন্ধ করার আবেদন করেছিলেন বিধায়করা। মন্ত্রিসভায় আলোচনার পর টিপু সুলতানের জন্মদিন উদযাপন রদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'। প্রসঙ্গত, ২০১৫ সালে কর্ণাটকের কোদাগু জেলায় টিপু জয়ন্তীর বিরোধিতায় বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ কর্মসূচি ঘিরে ছড়ায় হিংসা। মৃত্যু হয় এক ভিএইচপি কর্মীর।
Our Govt has cancelled observing controversial & communal Tippu Jayanti pic.twitter.com/8kTBhzdipM
— BJP Karnataka (@BJP4Karnataka) July 30, 2019
এরপরই টুইটারে তেজস্বী সূর্য লেখেন, 'টিপু সুলতান ছিলেন অত্যাচারী শাসক। হাজার হাজার হিন্দুকে হত্যা করেছে। এটা লজ্জাজনক বিগত সরকার এমন ব্যক্তির জন্মদিন পালন করেছে। জোট সরকারের ভুলগুলি শোধরাচ্ছেন ইয়েদুরাপ্পা। এটা মাস্টার স্ট্রোক'।
Tippu Sultan was a tyrant who massacred thousands of Hindus and it was shameful the previous Govts felt it was their duty to honour him with a Jayanti.
Shri @BSYBJP govt now undoing all the wrongs of the mismatched coalition, one master stroke at a time. https://t.co/pL5oplIVjI
— Tejasvi Surya (@Tejasvi_Surya) July 30, 2019
২০১৫ সালের ১০ নভেম্বর মহীশূরের শাসক টিপু সুলতানের জন্মদিন উদযাপন করেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। জোট সরকারও গতবছর টিপু জয়ন্তী উদযাপন করেছিল। বিজেপি অভিযোগ করে, রাজ্য বাঁচাতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন টিপু। লক্ষাধিক হিন্দুকে হত্যা, ধর্ষণ ও ধর্মান্তরিত করেছেন মহীশূরের শাসক। সেই অভিযোগ খারিজ করে পাল্টা কংগ্রেস জানায়, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করেছিলেন টিপু।
আরও পড়ুন- 'মোদী খুদা কা নুর, ভারত কা কোহিনুর', প্রধানমন্ত্রী কথা রাখায় উচ্ছ্বসিত মুসলিম মহিলারা