'চপল তব নবীন আঁখি দুটি', নব বধূর সঙ্গে সাইকেলে রোম্যান্স লালুপুত্রের

১২ মে বিহারের প্রাক্তন মু্খ্যমন্ত্রী দারোগাপ্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লালুপুত্র তেজপ্রতাপ যাদব। 

Updated By: May 17, 2018, 01:08 PM IST
'চপল তব নবীন আঁখি দুটি', নব বধূর সঙ্গে সাইকেলে রোম্যান্স লালুপুত্রের

নিজস্ব প্রতিবেদন: সাইকেলে প্রেয়সীকে নিয়ে চোখে চোখে মনের কথা, বিয়ের পর নব বধূকে নিয়ে এমনই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন লালুপুত্র তেজপ্রতাপ যাদব। আর যুগলেন জমাটি প্রেমের ছবি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। 

গত ১২ মে বিহারের প্রাক্তন মু্খ্যমন্ত্রী দারোগাপ্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন লালুপুত্র। রাজসিক বিয়ের নানা মুহূর্তের ছবিতে ইতিমধ্যেই ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দুই রাজনৈতিক পরিবারের বিয়ে হলেও  প্রেমে ঘাটতি নেই। আর সেটা বোঝা যাচ্ছে এই ছবিতেই। সাইকেলে বসা তেজপ্রতাপের চোখ আটকে রয়েছে ঐশ্বর্যের দুষ্টুমিষ্টি চোখে। বিশ্বকবির কথায়, 'চপল তব নবীন আঁখি দুটি, সহসা যত বাঁধন হতে আমারে দিল ছুটি...।' 

পশুখাদ্য মামলায় সাজা কাটছেন লালুপ্রসাদ যাদব। ছেলে ও পুত্রবধূকে আশিস দিতে প্যারোলে হাজির হয়েছিলেন তিনি। বিয়ের দিন খাবার নিয়েও হাঙ্গামা হয় বিস্তর। টুইটারে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব লেখেন, 'এত লোক আসবেন জানলে গান্ধী ময়দানে বিয়ের আয়োজন করতাম।'' 

আরও পড়ুন- ইয়েদুরাপ্পার শপথগ্রহণের পর টুইটারে উদয় রাহুলের, খোঁচা বিজেপিকে

.